header banner

Tollywood : টালিগঞ্জ বিতর্কে হস্তক্ষেপ হাইকোর্টের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বেশ কিছুদিন ধরেই টলি পাড়ায় (Tollywood) সমস্যা লেগেই আছে। কখনো পরিচালক তো কখনো টেকনিসিয়ানদের সঙ্গে। পরিচালকদের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে এবার হস্তক্ষেপ হাইকোর্টের। টালিগঞ্জের পরিচালকদের কাজ করা ঘিরে চলা বিতর্কে এবার বড় মোড়। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ১৬ জুলাই তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকলেন।

{link}

এই বৈঠকের নির্যাস আদালতে জমা দিতে হবে ২৩ জুলাইয়ের মধ্যে। মঙ্গলবার, পরিচালকদের দায়ের করা মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আদালত জানতে চায়, সমস্যার কোনও সমাধান হয়েছে কি না। পরিচালকদের পক্ষে আইনজীবী জানান, এখনও তাঁদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, ফেডারেশনের সভাপতি ও সম্পাদক আড়াল থেকে টেকনিশিয়ানদের নির্দেশ দিচ্ছেন, যেন পরিচালকদের সঙ্গে কেউ কাজ না করে।

{link}

এই পরিস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) বলেন, “কারও জীবন, জীবিকা, ব্যবসা বা পেশাগত অধিকারে হস্তক্ষেপ করা যায় না।” এদিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের আইনজীবী আদালতকে জানান, ৭ জুলাই বৈঠকের নোটিস জারি করা হয়েছে। সেই বৈঠক ১৬ জুলাই সচিবের নেতৃত্বে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, বৈঠকে মামলায় যুক্ত সব পক্ষকে ডাকা হবে এবং প্রত্যেককে নিজের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। বৈঠকের ভিত্তিতে সমস্যার সমাধানের দিক খুঁজতে হবে প্রশাসনকেই।

{ads}

 

News Breaking News Amrita Sinha Tollywood সংবাদ

Last Updated :