header banner

Hiran Chatterjee: রাজনীতিতে ব্রাত্য! এবার দ্বিতীয় বিয়ে সারলেন বিজেপি নেতা হিরণ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দেবের কাছে নির্বাচনে পরাজয়ের পর থেকে হিরনের সঙ্গে দূরত্ব বেড়েছে বিজেপি। ইতিমধ্যে গুঞ্জন শোনাযাচ্ছে হিরনের জীবনে নতুন নারী নিয়ে। খবরে প্রকাশ তার প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে তার দূরত্ব অনেকটাই বেড়ে গেছে। এমন আবহেই ইন্ডাস্ট্রির ‘মাচো মস্তানা’র সঙ্গে জনৈক রহস্যময়ীর সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এবার জল্পনাকে সত্যি করেই দ্বিতীয়বার বিয়ে করলেন হিরণ চট্টোপাধ্যায়। তবে বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস কলকাতায় নয়, বরং শহর থেকে বহুদূরে বারাণসীতে শুরু করলেন অভিনেতা। মা গঙ্গাকে সাক্ষী রেখে বিশেষ বান্ধবীর সিঁথি রাঙিয়ে দিলেন সিঁদুরে। বারাণসীর ঘাট থেকে ভাইরাল হওয়া সেই ছবিতেই দেখা গেল, লাল বেনারসিতে সেজেছিলেন কনে। অন্যদিকে ছিমছাম হলুদ পাঞ্জাবিতেই বিয়ে সারতে দেখা গেল হিরণকে।

{link}

  পাত্রীর পরিচয় নিয়ে কৌতূহল অস্বাভাবিক নয়! জানা গেল, হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী’র নাম ঋত্বিকা গিরি। পেশায় তিনি মডেল। মঙ্গলবার ফেসবুক পোস্টে নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছিলেন হিরণ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি। প্রথম স্ত্রী অনিন্দিতা আর হিরণের যে এক কন্যাসন্তান রয়েছে, সেখবর কারও অজানা নয়। তবে একমাত্র মেয়েও নাকি বাবার থেকে বছরখানেক ধরে দূরত্ব বাড়িয়েছে। রাজনীতির কাজের জন্য বছরখানেক খড়্গপুরে থাকতেন নেতা-অভিনেতা। তখনই নাকি স্ত্রী-সন্তানের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। এমন আবহে ২০২২ সালে ভাইরাল হয় অনিন্দিতার একটি পোস্ট। যেখানে লেখা ছিল, “বাবা সদ্যোজাত সন্তানকে রেখে চলে যেতে পারে। ২২ বছর পর বিয়ে-বউকে অপ্রয়োজনীয় মনে হতে পারে। এমনকী সন্তানের মানসিক অবস্থার প্রতিও উদাসীন হতে পারে…।”

{ads}

Hiran Bengali News Entertainment News Tollywood News Tollywood BJP BJP West Bengal সংবাদ রাজনীতি সিনেমা হিরণ বিয়ে

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article