header banner

Tollywood: বিতর্কের ধাক্কা কাটিয়ে ২৩ শে জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে রাজ-শাশ্বতর হোক কলরব

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'হোক কলরব' নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল 'ক্ষুদিরাম' নিয়ে। এখন অবশ্য তা অতীত। ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে রাজ চক্রবর্তীর বহু প্রতীক্ষিত ছবি ‘হোক কলরব’। যে শব্দবন্ধ নিয়ে প্রায় এক দশক আগে উত্তাল হয়েছিল গোটা শহর, তাকে হাতিয়ার করেই এবার ছাত্র-রাজনীতির গল্প বুনেছেন পরিচালক। শুক্রবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। যা রীতিমতো টানটান উত্তেজনা তৈরি করছে। বলে রাখা ভালো, বেশ কিছুদিন আগে ‘ক্ষুদিরাম’ বিতর্কে জর্জরিত হয়েছিল রাজের নতুন ছবি। তবে ট্রেলার মুক্তির পর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা গেল তা এখন সম্ভবত অতীত। কারণ এই ট্রেলার দেখেই রাজ ও শাশ্বতর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শক। কী দেখা যাচ্ছে ট্রেলারে? রাজের ছবির ট্রেলার জুড়ে ফুটে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানের অন্দরে ক্রমাগত ব্যাধির মতো ছড়িয়ে পড়া ‘র‍্যাগিং কালচার’। 

{link}

  এই বিষয়কে ছবিতে ফুটিয়ে তুলেছেন রাজ চক্রবর্তী। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে এক শিক্ষাঙ্গনে নবাগত ছাত্রদের উপর নির্যাতনের ঘটনা। হস্টেলে সিনিয়রদের নির্দেশে নানা অদ্ভুত কাজ করতে বাধ্য হয় তারা। নির্যাতন সহ্য করতে না পেরে লজ্জায়-অপমানে আত্মহত্যার পথ বেছে নেয় এক ছাত্র। এক লহমায় ট্রেলারের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে কিছু বছর আগে শহরের এক শিক্ষাঙ্গনে ছাত্রমৃত্যুর ঘটনাকে। ছাত্রের আকস্মিক মৃত্যুর পর শিক্ষাপ্রতিষ্ঠানে ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ‘রাউডি’রূপে শাশ্বতকে দেখে অনেকেই ‘অনিমেষ দত্ত’র নস্ট্যালজিয়ায় বুঁদ হয়েছেন। কেউ আবার বলছেন, পুরনো রাজকে ফিরে পেলেন।

{ads}

Tollywood Update Bengali News Bengali Movie Hok Kolorob Movie Hok Kolorob সংবাদ সিনেমা রাজ চক্রবর্তী হোক কলরব মুক্তি

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article