header banner

সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়

article banner


অত্যন্ত সংকটজনক প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিড এনসেফেলোপ্যাথিতে মস্তিষ্ক স্বাভাবিক কাজ করছিল না তাঁর।  কিডনির সমস্যাতেও ভুগছেন অভিনেতা । মঙ্গলবার থেকে তাঁর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয়েছে। তাতেও কাজ না হলে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন।
আপাতত সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। রাতে চিকিৎসকরা জানিয়েছেন অনেক চেষ্টা সত্ত্বেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছে না। বেড়ে চলেছে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। সম্পূর্ণ ভেন্টিলেশনেও তাঁর অক্সিজেন স্যাচুরেশন রয়েছে ৯৫ শতাংশ। ব্যাকটেরিয়াল সংক্রমণও রয়েছে তাঁর শরীরে। সোমবার প্রবীণ অভিনেতার শরীরে ব্লাড কাউন্ট ওঠানামা করছিল। তবে মঙ্গলবার তা স্বাভাবিক জায়গায় এসেছে। 
 ২২ দিন ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। করোনা আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্ত আচমকাই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। {ads}

Soumitra Chatterjee Serious Hospital Kolkata West Bengal Covid19

Last Updated :