header banner

Health tips: কিভাবে শরীরের ক্ষতি না করে মশা তাড়ানো যাবে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বর্ষা আসার সঙ্গে সঙ্গে ডেঙ্গু,চিকুনগুনিয়া,  ম্যালিরিয়া প্রবলভাবে বেড়ে চলে। ঘরে থাকা যাচ্ছে না মশার কামড়ে। অথচ মশা তাড়ানোর কয়েল যে ফুসফুসের ভয়ঙ্কর ক্ষতি করে তা প্রমাণিত। এই অবস্থায় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের দরজায় গিয়ে আমরা সন্ধান পেলাম ঘর থেকে মশা তাড়ানোর কয়েকটি ভালো টিপস।

{lik}

১) কর্পূর এর ব্যবহার – কর্পূর এর উগ্রগন্ধে মশা একেবারে পালিয়ে যাবে। ৫০ গ্রামের একটি কর্পূর এর ট্যাবলেট একবাটি জলের মধ্যে ভর্তি করে রেখে দিন। দেখবেন, ঘরের কোণে বা সারা ঘরের মধ্যে তখনই মশা একেবারে গায়েব হয়ে গেছে।


২) লেবু লবঙ্গের ব্যবহার – প্রথমে পাতিলেবুকে অর্ধেকটা টুকরো করে কেটে নিতে হবে। তারপরে অর্ধেকটা টুকরো করে লবঙ্গকে গেঁথে গেঁথে লাগিয়ে ফেলুন। একটি থালার মধ্যে লেবুগুলো সাজিয়ে ঘরের কোনায় রেখে দিন। দেখবেন মশার উপদ্রব অনেকটা কমে গেছে।

{link}


৩) পুদিনার ব্যবহার- একটি গ্লাসের মধ্যে জল দিয়ে ভর্তি করতে হবে। তার মধ্যে বেশ কয়েকটা পুদিনাপাতা রেখে দিতে হবে। তিন চার দিন অন্তর অন্তর জল বদলে নিন। এই পাতার গন্ধে চলে যাবে মশা। তবে শুধু মশা নয়, অন্যান্য পোকামাকড়ও চলে যেতে পারে।


৪) নিম তেলের ব্যবহার – মশা তাড়ানোর জন্য নিমের তেল ব্যবহার করতে পারেন। এছাড়া নিমের তেল যদি গায়ে ভালো করে মেখে ফেলতে পারেন, তাহলে কিন্তু মশার উৎপাত থেকে বেঁচে যাবেন।

{ads}

news breaking news mosquitoes harm human health সংবাদ

Last Updated :