শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছর ধরে বাংলা জুড়ে শুধুই দুর্নীতি আর দুর্নীতি। প্রায় প্রতিটা ক্ষেত্রেই নাম জড়িয়েছে শাসক দলের নেতা মন্ত্রীদের। এবার ক্রিকেট বেটিং অ্যাপে জড়িয়ে পড়লেন বাংলার দুই বিখ্যাত নায়ক ও নায়িকা - অঙ্কুশ ও মিমি। তাদের মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একইসঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটার এবং সেলিব্রিটির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা যুবরাজ সিং ও রবিন উথাপ্পা। রয়েছেন বলিউডের বহু পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মাও। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেটিং অ্যাপ মামলায় আজ শুক্রবার মোট মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে মিমি চক্রবর্তীর ৫৯ লাখ, অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭.২০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। পাশাপাশি যুবরাজের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ, উর্বশী রাউতেলা ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি ও নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
{link}
1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপকে ব্যবহার করে কয়েক কোটি টাকার প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। দিল্লিতে ডেকে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। জেরা করা হয় অঙ্কুশ হাজরাকেও। এরপরেই বেটিং অ্যাপ মামলায় দুই অভিনেতা-অভিনেত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বলে রাখা প্রয়োজন, এর আগে ওই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধাওয়ান এবং রায়নার প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ওদের লজ্জায় মাথা কাটা হয়তো যাচ্ছে না কিন্তু বাঙালির অবশ্যই মাথা কাটা যাচ্ছে।
{ads}