শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে রঘু ডাকাত সপরিবারে আছেন দুবাইয়ে। বেশ মজায় আছেন। তবে প্রশ্ন আছে অনেক। দেব সঙ্গে নিয়েছেন মা বাবা এবং বোনকে। তবে শুধু দেব একা নন, সঙ্গে ছিলেন অনির্বাণ। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে নিজের ছবিকে পৌঁছে দিলেন দেব। তবে এত সাফল্য যার, সেই মানুষটাও ভীষণভাবে ভয় পান। কাকে ভয় পান দেব? কেনই বা ভয় পান তিনি? একটি সাক্ষাৎকারে নিজের এই ভয়ের কথা অকপটে স্বীকার করেছেন অভিনেতা। সাক্ষাৎকার দিতে গিয়ে দেব বলেন, 'আমি এখন সব থেকে বেশি আমার নিজেকেই ভয় পাই।'
{link}
এর পরেই তিনি আরো বলেন, 'আমি এখন এমন একটা জায়গায় চলে গিয়েছি, যার ওপরে আর কিছু হয় না। মানুষ আমাকে নিয়ে অনেক আশা রাখেন, সেই আশা যদি পূরণ না করতে পারি সেটা নিয়েই আমার ভীষণ ভয়। অভিনেতা আরও বলেন, আমি তো ভগবান নই যে সবকিছু ঠিক করে দেব। দিনের শেষে আমিও মানুষ। সবকিছু যে আমার ঠিক হবে সেটাও নয়। কিন্তু ওপর থেকে যখন আমি নিচে পড়বো, সেটা মেনে নেওয়া কঠিন। তাই আমি চাই অন্তত ২০ বছর আমি এই সফলতার শিখরে থাকি।' সবশেষে দেব বলেন, সাফল্য অর্জন করা সহজ কিন্তু সেটাকে ধরে রাখা ভীষণ কঠিন।
{ads}