শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : হ্যাঁ, পুজো (Durga Puja 2025) চলে আসলো। আর বাঙালির পুজোর সূচনা হয়ে যায় মহালয়ার (Mahalaya) প্রভাতী সংগীত দিয়ে। বিভিন্ন চ্যানেল ইতিমধ্যে সাজিয়ে নিয়েছে তাদের মহিষাসুরমর্দিনীর আলেখ্য। রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) চণ্ডিপাঠ নিয়ে যেমন মাতামাতি রয়েছে, তেমনই টিভির মহালয়ার অনুষ্ঠান নিয়েই। প্রতিবছরই কয়েকমাস আগে থেকে শুরু হয়ে যায়, কে হবে এবারের দুর্গা। ইতিমধ্যেই স্টার জলসার দুর্গা হিসেবে দেখা মিলেছে কোয়েল মল্লিকের (Koel Mallick)।
{link}
চর্চায় জল ঢালল জি বাংলাও। খবর আগেই ছিল যে দেবের ‘কিশোরী’ ইধিকা পালই (Idhika Paul) হচ্ছেন এবারের দুর্গা। আর ইধিকাকে মহিষাসুরমর্দিনীর বেশে দেখে উত্তেজনার পারদ উঠল চরমে। জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, ‘জাগো মা জাগো দুর্গা’। ভিডিয়োতে দেখা গিয়েছে যে নারীদের উপর হওয়া অত্যাচারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মা দুর্গা। ভিডিয়োর ভয়েজওভার বলছে, ‘যখনই দিকে দিকে লাঞ্ছিত হয় নারী, তখনই মাতৃশক্তির আবির্ভাব হয় তার সংহারকারিণী রূপে! আসছে ‘জাগো মা জাগো দুর্গা’ শুধুমাত্র জি বাংলার পর্দায়!’ গত বছর জি বাংলায় মহালয়ার শো-তে দেবী দুর্গা হিসেবে দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)।
{link}
তবে ইধিকা এই প্রথম। বলা ভালো, সাফল্যের সপ্তমে রয়েছেন এখন দেবের নায়িকা। ছোট পর্দা দিয়ে শুরুটা হলেও, এখন বড় পর্দায় রাজত্ব করছেন ইধিকা। খাদান দিয়ে ভারতীয় সিনেমায় অভিষেক, যদিও সিনেমায় হাতেখড়ি হয়েছিল বাংলাদেশের নায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা দিয়ে। আপাতত দুটো ছবি রয়েছে ইধিকার পাইপলাইনে। আর দুটোই দেবের বিপরীতে। একটি হল প্রজাপতি ২, আর অপরটি রঘু ডাকাত।
{ads}