শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নিজের অভিনয়ে শান দিতে মনোযোগী যে তিনি হয়েছেন এ বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু সেই শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী এবার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা প্রসঙ্গে মুখ খুললেন। তাঁর বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই তোলপাড় হয়েছে নেটপাড়ায়। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার শোয়ে করণ জোহরের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে, অভিনয় করতে এসে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এখনও অবধি জাহ্নবী? এর উত্তরে অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পুরুষ অভিনেতাদের ‘মেল ইগো’কে সমঝে চলতে হয়। আমি খুব ভালোভাবে সেটা বুঝেছি।'
{link}
তিনি আরো বলেন, ''আমি নিজেকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য সিংহভাগ সময়ই নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামি না। বোকা হয়ে থাকার ভান করি। এতে আমার মনে হয় সমস্যা এড়ানো যায়। একই সঙ্গে এতে কারও বিরাগভাজন হওয়ার মতো সমস্যাও হয় না। আমি প্রথমেই নিজে ঠিক কতটা পারফর্ম করতে পারব তা দেখাতে যাই না। আমি প্রথমেই বলে দিই ‘আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় তুলে ধরব’, এটাই নিরাপদ উপায় বলে আমার মনে হয়েছে।”
{ads}