header banner

Iman Chakraborty : অস্কারের লড়াইয়ে ইমন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলার সুগায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) একাধিক জাতীয় পুরস্কার ইতিমধ্যে পেয়েছেন। তাঁর গান, কন্ঠস্বর, গায়কি কমবেশি সকলেই ভালোবাসেন। কিন্তু এবার তাঁর গান চলে গেলো অস্কারে। এই প্রথম কোনো বাংলা গান অস্কার মঞ্চের নমিমেশনে স্থান পেল। গানের নাম 'ইতি মা।'

{link}

পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন! গানটির ভাষা, সুর ও উপস্থাপনা অসাধারণ। গানের মধ্যে আছে এক চিরন্তন আবেগ। অস্কার কমিটি সূত্রে খবরে প্রকাশ,এবারের অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। গত বছরের মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায়।

{link}

তার মধ্যেই জ্বলজ্বল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান। বাঙালি হিসাবে এ আমাদের গৌরব। ইমনের একটা নিজস্ব সংগীত ঘরনা আছে, যেখানে ইমন একদম আলাদা। ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি 'পুতুল' ছবির গান 'ইতি মা'। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পায় ১৪ নভেম্বর। আর এতো বড়ো স্বীকৃতি পেয়ে আপ্লুত আমরা সবাই।

{ads}

News Breaking News Tollywood Iman Chakraborty Singer Oscar সংবাদ

Last Updated :