header banner

Bolpur : গরুর গাড়িতে চড়ে শ্বশুরবাড়ি নববধূ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  'বিবাহ' শব্দটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ নানাভাবে সেই 'বিবাহ'কে স্মরণীয় করে রাখতে চায়। এবার আর পালকি বা ঘোড়ার গাড়ি নয়, বিয়ে বাড়িতে ফিরে আসলো মধ্য যুগের গোরুর গাড়ি। জানা গিয়েছে, গ্রামবাংলার পুরাতন প্রথা ধরে রাখতেই এমনই সিদ্ধান্ত নেন নব দম্পতি (new couple)।

{link}

বোলপুরের আলবাঁধা-সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামের বাসিন্দা রাখি দাস ও গোবিন্দাবালা গ্রামের মঙ্গল ভাণ্ডারী বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুজনের বাড়ির দূরত্ব মাত্র দু কিলোমিটার। তবে বর্তমানে শহর সংলগ্ন গ্রাম আর গঞ্জ নেই। ফিরেছে শহুরে সংস্কৃতি। বিয়ের অনুষ্ঠানে কখনও কখনও দেখা যায় কেউ বিয়ে করতে যাচ্ছেন পুরনো দিনের পালকিতে চড়ে। কিন্তু তারা এলেন গোরুর গাড়ি করে - যা একদম অভিনব বলেই মনে করা হচ্ছে। বিয়ে বাড়ি মানেই বরযাত্রী হোক, কিংবা কনেযাত্রী। সবতেই ফুল দিয়ে সাজানো দামি চারচাকা গাড়িতেই যাতায়াত দেখে অভ্যস্ত সকলে।

{link}

কিন্তু গ্রামবাংলার প্রাচীন রীতি রেওয়াজ ধরে রাখতে নববধূকে নিয়ে গরুর গাড়ি করেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বর৷ বরের সিদ্ধান্তে আপ্লুত নববধূও। এনিয়ে মঙ্গল ভাণ্ডারী জানান,"অনেক দিনের ইচ্ছে ছিল সুসজ্জিত গাড়ি নয়। গরুর গাড়ি করে বউ নিয়ে বাড়ি ফিরব। সেই মতো আমি বাড়ির সকলকে আমার মতামত জানাই। মেয়ের বাড়িরও সকলের সম্মতিতে রাজি হয়ে যায়৷ আমরা চাই গ্রাম বাংলা সেই রীতি বজায় থাকুক৷’’ সকলেই মুগ্ধ এই নতুন ভাবনায়।

{ads}

News Breaking News Bolpur West Bengal new couple সংবাদ

Last Updated :