header banner

Prosenjit Kar : পেনসিলের শীষে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এমনিতে প্রসেনজিৎ ও তার বাবা একটি গ্যারেজে কাজ করেন। ছোটবেলা থেকেই বিভিন্ন শিল্পের দিকে প্রসেনজিতের ঝোঁক। ইচ্ছে ছিল ক্ষুদ্রতম দুর্গা গড়ে রেকর্ড করার। ভাবতে ভাবতে একটি পেনসিল, কাটার ও একটি সূচ নিয়ে বসে পড়েন কয়েক বছর আগে। মাত্র প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় কাঠ পেনসিলের শীষে ৫.৫/৪ মিলিমিটার মাপের দুর্গা গড়ে সকলকে তাক লাগিয়ে দেন। ক্ষুদ্রতম সেই দুর্গা গড়ে পরস্কারও পেয়েছিলেন কেশপুরের (Keshpur) আনন্দপুর এলাকার খেতুয়া বাজারের প্রসেনজিৎ কর (Prosenjit Kar)।

{link}

ক’দিন আগে ভারতীয় ক্রিকেট দলের জয় করে আনা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আদলে ট্রফি তৈরি করলেন পেনসিলের শীষে। মাত্র ৯ মিলিমিটার পেনসিল শীষে ফুটিয়ে তুললেন পুরো ট্রফিটি। সকলে দেখে আশ্চর্য হয়ে গেছেন সেই শিল্পকর্ম।প্রসেনজিতের অভাবের পরিবার। ফলে শিল্প গড়ার সময় তার নেই। তবুও কাজের ফাঁকে শিল্পে হাত লাগান। প্রসেনজিৎ কোনও নামকরা শিল্পী নন। বাবা মুক্তিপদ করের সঙ্গে সারাদিন মোটর সাইকেল গ্যারাজে কাজ করেন।

{link}

অবসরে শিল্পকর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রাখেন তিনি। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে তাঁর ইচ্ছে ছিল পেনসিলের শীষে ট্রফি বানাবেন। এরপর বানিয়েও ফেলেন, প্রায় ৭ ঘণ্টার চেষ্টায়। পেনসিলের শীষে বানিয়েছেন ক্ষুদিরাম বসু, স্বামী বিবেকানন্দের মূর্তি। পালকে একেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ক্রিকেটার শচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি–সহ নানা বিখ্যাত মানুষের মুখের ছবি। তাঁর মা–বাবার কথায়, ‘ছেলে ছোট থেকেই আঁকতে ভালোবাসত। নিজের ইচ্ছে মতো আঁকত। পড়াশনার ফাঁকে এ সব করত।'

{ads}

News Breaking News Keshpur Prosenjit Kar Art সংবাদ

Last Updated :