header banner

Manasi Ghosh : ইন্ডিয়ান আইডলের ট্রফি বাংলার মেয়ের হাতে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : উদ্বেলিত মানসীর পরিবার, সমস্ত নিমতা সহ সমস্ত বাঙালি সমাজ। এই স্বীকৃতিতে মানসী চূড়ান্ত খুশি। ইতিমধ্যেই দেশের মধ্যে ১৫ তম সংগীতের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে (Indian Idol), বাংলার মেয়ে মানসী ঘোষ (Manasi Ghosh) জয় করেছেন সেরার খেতাব। বাংলার এই মেয়ে বাড়ি ফিরতেই যেন এখন উৎসবের মেজাজ নিমতায়।

{link}

পরিবার থেকে পাড়া-প্রতিবেশী ঘরের মেয়ের এমন সাফল্যে যেন আজ উচ্ছ্বসিত। বাংলার মেয়ে হিসেবে প্রথমবার ট্রফি নিয়ে আসতে পেরেই যেন সবচেয়ে বেশি খুশি মানসী নিজেও। তবে স্বপ্ন সফল হবে সেদিন, যেদিন অরিজিৎ সিং এর সঙ্গেই করতে পারবেন ডুয়েট। এই স্বপ্ন কে ছুঁতেই এখন চালিয়ে যাচ্ছেন চেষ্টা। ইন্ডিয়ান আইডলে প্রথম হয়ে বাড়ি ফিরতেই মা এর হাতের চিংড়ি কাতলা খেয়ে যেন পরিপূর্ণ তৃপ্তি মিলেছে। তবে মা-র হাতের মাটন কষা সবথেকে প্রিয় মেনু মানসীর। মা-বাবার ইচ্ছেতেই চার বছর বয়স থেকেই শুরু গান শেখার। তবে দীর্ঘ কুড়ি বছরের সেই সাধনার ফল যেন মিলল এক রাতেই।

{link}

ছোটবেলা থেকেই শিখতে শিখতেই গানের প্রতি যেন জন্মেছে ভালোবাসা। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন তিনি। আর সেই থেকেই স্টেজ শো করে রোজগার শুরু পরিবারের পাশে দাঁড়াতে। সেই সঙ্গে মানসী সমানতালে চালিয়ে গিয়েছে পড়াশোনাও। দমদমের ক্রাইস চর্চা হাইস্কুল থেকে পাশ করে ইংরেজীতে অনার্স নিয়ে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্রাজুয়েশন করেন ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হয় মানসী। সেখানেই থেমে না গিয়ে, বরং নিজেকে আরও তৈরি করে ইন্ডিয়ান আইডলে অডিশন দেয় সে। বাকিটা ইতিহাস। বাংলার গর্বের মেয়ে মানসী। আমাদের অভিনন্দন মানসীর প্রতি।

{ads}

News Breaking News Indian Idol Manasi Ghosh সংবাদ

Last Updated :