শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : যখন আমাদের বাড়িতে কোনো পুজো হয়, তখন পুজোর সময় বিশেষ এমন কিছু ঘটনা ঘটে যা খুবই তাৎপর্যপূর্ণ। এমন কিছু ঘটনাই আমাদের আজকের ধর্মকথার বিষয়।
* প্রদীপ পুজো করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কেউ কেউ বলেন, পুজো করার সময় যদি প্রদীপ নিভে যায় তবে তা অশুভ লক্ষণ হতে পারে। আবার যদি প্রদীপের শিখা একদম সোজা লাইনে ঊর্ধ্বমুখী থাকে তাহলে তা শুভ বলে মনে করা হয়। অর্থাৎ দেবতা আপনার পুজো গ্রহণ করছেন, শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে।
{link}
* পুজোর সময় যদি ঠাকুর ঘরে যদি গুরুজন প্রবেশ করে তাতে আপাত দৃষ্টি অবাক হওয়ার কিছু নেই। বাড়ির বড়রা পুজোর সময় আসাটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু কোনও রকম প্ররোচনা ছাড়া যদি গুরুজন পুজোর সময় ঠাকুর ঘরে প্রবেশ করেন, তাহলে তা শুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয়। শাস্ত্র বলছে মনে করা হয় আপনার বহু দিন ধরে চলা ঝুট ঝামেলার হাত থেকে এবার মুক্তি পেতে পারেন।
{link}
* যদি পুজো করার সময় যিনি পুজো করছেন তাঁর চোখের জল পড়ে যায়, তাহলেও তা শুভ বলেই মনে করা হয়। অনেক সময়ই ভক্তিভাবের জেরে চোখের জল পড়ে থাকে পুজোর সময়। এর অর্থ, সব প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে, তিনি তাঁর যথার্থ বিবেচনায় সমস্যা থেকে মুক্তি দিতে পারেন।
* অনেক সময়ই পুজোর ক্ষেত্রে দেব দেবীর মূর্তির গায়ে ফুল রাখা হয়। কখনও অঞ্জলীর সময়ও ফুল ছুড়ে দেওয়া হয়। বহু ক্ষেত্রেই খানিক পরে দেখা যায় যে, দেবতার মূর্তির গা থেকে ঝড়ে পড়ছে ফুল। দেবতার মূর্তি থেকে এই ফুল পড়া খুবই শুভ ঘটনা বলে মনে করা হয়। এক্ষেত্রেও মনে করা হয় যে আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে।
{ads}