header banner

Skin Care: মুহূর্তে দূর করুন মুখের ক্লান্তিভাব

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মানুষ এখন খুবই কর্মব্যস্ত। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকে। তারপর বিকেলে তার সারা শরীর সহ মুখে পড়ে সেই ক্লান্তির ছাপ। সেই ক্লান্তির ছাপ দূর করার কয়েকটি সহজ টিপস দিচ্ছেন  বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন,ফেসিয়াল স্প্রে (Facial spray) ব্যবহার করলে দ্রুত দূর হবে মুখের ক্লান্তিভাব (tiredness)।

{link}

তবে বাজারে কিনতে পাওয়া সেই স্প্রের অনেক সাইড এফেক্ট আছে। এতে চামড়ার ক্ষতি হয়। তাই নিজের বাড়িতে বানিয়ে নি ওই ফেসিয়াল স্প্রে। তিন কাপ জল ফুটিয়ে আধা কাপ পুদিনাপাতা দিন। তারপর জল গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।

{link}

এবার একমুঠো গোলাপের পাঁপড়ি যোগ করে আরও ১৫ মিনিট ফুটিয়ে নিন। জল শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। সব শেষে ছেকে স্প্রে বোতলে ঢেলে আধা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে মুখ বন্ধ করে ঝাঁকিয়ে নিন। এতেই আপনি হয়ে উঠবেন তরতাজা।

{ads}

News Breaking News Health News Life style Skin Care Facial spray tiredness সংবাদ

Last Updated : 5 months ago