header banner

Ghibli Art : ঘিবলি আর্ট কি আদৌ নিরাপদ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রেন্ডে গা ভাসানোর জন্য প্রথম সারিতে নেট দুনিয়া। কখন কোন ট্রেন্ড এসে জনপ্রিয় হয়ে যাবে তা কেউ বলতে পারে না। সম্প্রতি  "ঘিবলি" আর্টে আসক্ত গোটা নেট দুনিয়া। কিছুদিনের মধ্যেই হুহু করে বেড়ে চলেছে এর সংখ্যা। তবে কতটা নিরাপদ এই AI জেনারেট ছবি? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। 

{link}

মাস কয়েক আগেই সমীক্ষায় উঠে এসেছিল AI ইউজার দের ডেটা সেভ করে রাখে দীর্ঘসময়। যারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করে AI ব্যবহার করে থাকেন তারা কিছুটা নিরাপদ। তবে যারা বিনা টাকায় ইউজ করছেন AI তারা নিজেদের বিপদ ডেকে আনছেন নিজেরাই। বিনামূল্যে AI ব্যবহার করা মানে নিজের তথ্য নেট দুনিয়ায় খোলা ছেড়ে দেওয়া। হ্যাকাররা যেকোনো সময় তার দখল নিতে পারে।

{link}

Chatgpt কে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল "ঘিবলি আর্ট" (Ghibli Art) তৈরির জন্য অনলাইনে অনেক ছবি আপলোড করা হচ্ছে, এটা কি আদৌ নিরাপদ? উত্তর শুনলে আপনিও চমকে যাবেন। AI স্পষ্ট বক্তব্য, ট্রেন্ড অনিরাপদ। ইউজারের ব্যক্তিগত তথ্য সেভ হয়ে যাওয়ার কথাও বলেছে। ইউজার যদি অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে সেই ছবি আপলোড করেন তবে সেটি সম্পূর্ণ নিরাপদ বলে বিবেচিত হবে না।

{ads}

News Breaking News AI Chatgpt Ghibli Art Social Media সংবাদ

Last Updated :