header banner

Khadaan : খাদান-২ তে কি যিশু থাকছে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে বাংলা ছবির সমস্ত ফোকাস 'খাদান' (Khadaan)কে কেন্দ্র করে। খাদান কতটা ভালো ছবি তার থেকেও বড়ো কথা খাদান কতটা বাণিজ্য সফল ছবি! নিশ্চই খাদান ইতিমধ্যে দারুন বাণিজ্য দিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেব (Dev) জানান একটা সময় তাঁর মনেও দোলাচল ছিল যে, এই ছবিটি বক্স অফিসে হিট করবে কিনা। তিনি যেভাবে দেখছেন বা ভাবছেন ছবিটি নিয়ে সেটা মানুষ একই ভাবে দেখবে কিনা। বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা হয়েছে ছবিটিতে, ফলে বক্স অফিস সাফল্য নিয়ে চিন্তিত ছিলেন।

{link}

এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি জানান, 'যিশু দা যতই আমার বন্ধু হোক না কেন উনি ভীষণ এক্সপেন্সিভ। যিশু দার হেয়ার স্টাইলিস্ট আমাদের এখানকার শিল্পীদের থেকে বেশি টাকা নেয়। তবে আমি খুশি এতে, কারণ এভাবেই তো ইন্ডাস্ট্রি বড় হবে।' এই ছবিতে তো যিশু মারা গেছেন। তাহলে খাদান-২ তে কি যিশু (Jisshu Sengupta) থাকছে? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায় নি। প্রশ্ন উঠেছে, খাদান গতানুগতিক বাংলা ছবির মতো নয়, কিছুটা অন্যরকম। খাদান ছবির সাফল্যের নেপথ্যে কী আছে এদিন সেই বিষয়ে কথা বলতে গিয়ে দেব বলেন, 'খাদানের সাক্সেসের পিছনে অল বেঙ্গল ট্যুরের হাত আছে অনেকটাই।

{link}

এই ছবির সাফল্য অনেক মানুষকে সাহস জোগাবে। মোটিভেট করবে যে এই ঘরানার ছবিকে ঠিকঠাক প্রেজেন্ট করলে সেটা চলবে।' তাঁর স্পষ্ট কথা, ইন্ডাস্ট্রি একটা ফরম্যাটের ছবি করে বেঁচে থাকতে পারে না। এই বিষয়ে যিশু সেনগুপ্ত বলেন, 'মাস ফিল্ম না চললে মুশকিল, মাস ফিল্ম না চললে ইন্ডাস্ট্রি চলবে না। এই ছবিগুলো টাকা আনে, মানুষ আনে।' এই ছবিটি যাঁরা দেখেছেন তাঁরা সকলেই জানেন যে ছবির শেষে খাদান ২ আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এই ছবিতে তো যিশুর চরিত্রটিকে মেরে ফেলা হল। তবে কি খাদান ২ তে থাকবেন না তিনি? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায় নি।

{ads}

News Breaking News Khadaan Jisshu Sengupta Dev Tollywood সংবাদ

Last Updated :