header banner

Astrology : এমন জিনিসে পা দিলে হতে পারে পাপ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মানুষের জীবন মানেই কখনো শান্তি আবার কখনো অশান্তি। কিন্তু কিছু এমন মানুষ আছেন, যাদের জীবনে অশান্তি লেগেই থাকে। তাদের জন্য জ্যোতিষ শাস্ত্রের (Astrology) কিছু পরামর্শ আছে। শাস্ত্রমতে, এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে, যেগুলিতে পা দিয়ে স্পর্শ করা অত্যন্ত পাপের হতে পারে। পদ্মপুরাণেও এই তথ্যের ব্যাখ্যা করা হয়েছে। শাস্ত্রমতে, কোন-কোন জিনিসগুলিতে পা লেগে যাওয়া পাপ, জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞের মতে, দেবতারা প্রতিটি কণায় বিরাজ করেন। পৃথিবীর মাটিতে আমরা যে চলাফেরা করি, তাও পবিত্র। কারণ হিন্দুধর্মে মাটিকে মায়ের স্থান ও মর্যাদা দেওয়া হয়েছে। শঙ্খ সামনে থাকলে সচেতন থাকা উচিত। সাধাণত, দেবী লক্ষ্মী বিরাজ করেন শঙ্খের মধ্যেও। শঙ্খে পা দিলে পা যেমন কেটে যেতে পারে, তেমনি আর্থিক ক্ষতিও হতে পারে আপনার।

{link}

* ঝাড়ু

ঝাড়ুও হল দেবী লক্ষ্মীর এক অন্যতম প্রতীক। তাই কখনই পা স্পর্শ করা উচিত নয়। ঝাড়ু দারিদ্র দূর করে, কারণে এতে দেবী লক্ষ্মী বিরাজ করে থাকেন।

* পিতলের পাত্র

পিতলের পাত্র সূর্যের প্রতিনিধিত্ব করে, তাই কখনওই এই পাত্রে পা রাখা উচিত নয়। এতে কুণ্ডলীতে চন্দ্র দুর্বল হয়ে যেতে পারে।

{link}

* তুলসী পাতা

সনাতন ধর্মে তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে ও এটি পূজাযোগ্য। তুলসী পাতা কখনওই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন।

* খাদ্য ও পানীয়

খাবারের যে কোনও জিনিসের উপর পা দেওয়া নিষিদ্ধ। খাবারের এককোণার উপরও পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এ ছাড়া পুজো বা যজ্ঞের সামগ্রী কখনও পা দিয়ে স্পর্শ করা উচিত নয়।

{ads}

 

News Breaking news Astrology সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article