header banner

Bigboss: বিগ-বসের মঞ্চে ভারতীয় ক্রিকেটের দুই নারীশক্তি! উপস্থিত ঝুলন গোস্বামী ও অঞ্জুম চোপড়া

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: চলতি মাসে অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন। ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জিতেছে। বিশ্বজয়ের ট্রফি হরমন, রিচাদের থেকে হাতে পেয়ে চোখের জল বাঁধ ভেঙেছে। সেই ঝুলন গোস্বামী আরও এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকলেন। বিগ বস-এর মঞ্চে তিনি সময় কাটালেন সলমন খানের সঙ্গে। সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার অঞ্জুম চোপড়াও। সলমনের উপস্থাপনায় সপ্তাহান্তে বিগ বসের অনুষ্ঠানে কিছু না কিছু চমক থেকেই থাকে। আর এই সপ্তাহে ‘উইকেন্ড কা ভার’-এ হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং অঞ্জুম চোপড়া। প্রসঙ্গত, নবি মুম্বইয়ে ট্রফিজয়ের সেলিব্রেশনে স্মৃতি, জেমাইমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁরাও। আর সল্লুর অনুষ্ঠানেও তাঁরা মহিলা দলের বিশ্বজয় নিয়ে কথা বলেছেন।

{link}

  সদ্য প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের প্রোমো। সেখানে সলমনকে বলতে শোনা গিয়েছে, “ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জয় করেছে।” এরপরেই অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন অধিনায়ক। ঝুলনকে অভিনেতা বলেন, “হরমন-স্মৃতিরা কথা দিয়েছিলেন ওরা বিশ্বকাপ জিতবে”। এই কথা শুনে ‘চাকদহ এক্সপ্রেস’ বলেন, “ওরা যখন বিশ্বকাপ জিতে কাপটা আমার সামনে নিয়ে এল, মনে হল কেরিয়ারের সেরা মুহূর্ত।” অঞ্জুম চোপড়াকে সলমন জিজ্ঞেস করেন, “বিশ্বমঞ্চে এমন সাফল্যের পর কি সমাজে বদল আসবে?” অঞ্জুম বলেন, “অভিভাবকদের মধ্যে তো মানসিক পরিবর্তন আসবেই। বাবা-মায়েরা এবার তাঁদের মেয়েকে বলবে ঝুলন, স্মৃতি, হরমনদের মতো এবার ক্রিকেট খেলতে হবে।”

{ads}

Bigboss News Woman Cricketer Jhulan Goswami Anjum Chopra Indian Womans Cricket Team Bigboss Update সংবাদ খেলা ক্রিকেট মহিলা ক্রিকেট

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article