header banner

Tollywood : একসঙ্গে জিৎ-প্রসেনজিৎ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'সবচেয়ে বড়' কথাটা অবশ্য এখন না বলাই ভালো। কারণ এই মুহূর্তে দেবকে নিয়ে চর্চা সবচেয়ে বেশি হয়। তবুও এই দুজন প্রথম সারিতেই আছেন। দিন দুই আগেই একটি পোস্ট দেখে জোরালো হয়েছিল সম্ভাবনা। আর সেটাই সত্যি প্রমাণিত হল ৩ ফেব্রুয়ারি। ২০১৮ সালের পর, ফের একসঙ্গে কাজ করতে চলেছেন বাংলার সবচেয়ে বড় দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)।

{link}

নেটফ্লিক্সের ইভেন্ট থেকে বড় ঘোষণা করলেন তাঁরা। বাঙালি দর্শকদের জন্য বড় ঘোষণা। 'আমি গত ৪০ বছর ধরে বাংলা সিনেমার জন্য কাজ করছি। জিৎ (Jeet) ২২ বছরের বেশি সময় ধরে কাজ করছে। কিন্তু আমরা সেভাবে কোনো সিনেমা করিনি। অবশেষে আমরা আসছি একসঙ্গে, 'নেটফ্লিক্সে বাংলা সিনেমা খাকি নিয়ে।’, বলতে শোনা গেল প্রসেনজিৎকে।

{link}

ভক্তরা খুবই খুশি তাঁর এই ঘোষণায়। সিনেমর নাম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ (Khakee)। যার ক্রিয়েটর নীরাজ পাণ্ডে। এদিন সবুজ ব্লেজার আর বেইজ রঙের ট্রাউজারে পাওয়া গেল প্রসেজিৎকে। আর জিতের গায়ে লেদার জ্যাকেট ও বিস্কিট রঙের প্যান্ট। ২০২২ সালে একবার একসঙ্গে ছবি আর কথা ঘোষণা করেছিলেন জিৎ। ফেসবুক লাইভে এসে বলেছিলেন, ‘অনেকগুলো চিত্রনাট্য পড়া হয়েছে। সেগুলোর মধ্যে বেশ কয়েকটা পছন্দও হয়েছে। তবে ঠিক কোন গল্পটা নিয়ে কাজ হবে, তা এখনও নির্বাচন করা হয়নি।’ এর আগে ২০১৮ সালে হরনাথ চক্রবর্তীর ‘বাঘ বন্দি খেলা’য় দেখা গিয়েছিল এই জুটিকে।

{ads}

News Breaking News Tollywood Jeet Prosenjit Chatterjee Khakee সংবাদ

Last Updated :