header banner

Joy Banerjee : জয় বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টে শ্রদ্ধা জয়জিতের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আত্মার শান্তি কামনা করলেন অনেকেই। আমরা জানি ২৫ আগস্ট টলিউডের বিখ্যাত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গোটা ইন্ডাস্ট্রিতে ছড়িয়েছে শোকের ছায়া। নেতা তথা অভিনেতা মাত্র ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে।

{link}

অবশেষে চিরকালের মতো না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা। এই শোকের আবহে রীতিমতো সমস্যায় পড়েছেন অন্য আর এক অভিনেতা। জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে অনেকেই না বুঝে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেছেন। অনেকে অভিনেতাকে ফোন এবং মেসেজও করেছেন তিনি সুস্থ আছেন কিনা দেখার জন্য। ২৫ অগস্ট সকাল থেকে প্রায় শতাধিক ফোন এবং মেসেজ পাওয়ার পর অবশেষে সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করলেন জয়জিৎ (Joyjit Banerjee)।

{link}

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে জয়জিৎ লেখেন, ‘অভিনেতা জয় ব্যানার্জি। ওনার আত্মার শান্তি কামনা করি। সকাল থেকে প্রচুর ফোন আর মেসেজ পেয়েছি। আমি ভালো আছি।

{ads}

 

News Breaking News Joy Banerjee Joyjit Banerjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article