header banner

Sky Driving : মাঝআকাশে প্লেন থেকে ঝাঁপ দেবচন্দ্রিমার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দেবচন্দ্রিমার (Debchandrima Singha Roy) ভাষায় তার নাকি বহু দিনের ইচ্ছা পাখির মতো আকাশে ওড়ার। কিন্তু সুযোগ হচ্ছিল না। এবার দুবাই (dubai) গিয়ে সেই ইচ্ছা পূরণ হলো দেবচন্দ্রিমার। সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে জনপ্রিয় হয়ে ওঠেন দেবচন্দ্রিমা। অভিনেত্রীকে ‘হোমস্টে মার্ডার’, ‘পরিণীতা’ ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছিল।

{link}

এর পরই বড়পর্দায় শুরু হয় ‘বুমেরাং’ সফর। জিতের সিনেমায় অভিনয়ের পরপরই দেবচন্দ্রিমা মন দেন মুম্বইয়ে। হিন্দি সিরিয়াল ‘সুহাগন চুড়েল’-এ দেখা যায় দেবচন্দ্রিমাকে। সেই ঘটিয়ে দিলো এমন ঘটনা। দুবাই বেড়াতে গিয়েই স্কাই ড্রাইভিং (Sky Driving) করেছেন দেবচন্দ্রিমা। সেই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। অভিজ্ঞ ভলান্টিয়ার নিয়ে, সমস্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই দুবাইয়ের আকাশে প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী।

{link}

বিমানে ওঠার আগে বেশ ভয়ে ছিলেন দেবচন্দ্রিমা। ঝাঁপ দেওয়ার মুহূর্তেও ছিল ভয়ংকর। তারপরই আকাশে ওড়ার তীব্র উচ্ছ্বাস। মাঝআকাশে হাত দিয়ে হার্টশেপ করে সেলিব্রেট করেন ড্রাইভ। বাংলাদেশি তারকা শাকিব খানের সঙ্গে ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। মাঝে শোনা গিয়েছিল, সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ দেখা যেতে পারে ছোটপর্দার তারকাকে। তবে অভিনেত্রী জানান, প্রস্তাব তাঁর কাছে এসেছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। কারণ মুম্বইতে জমিয়ে কাজ করতে হলে তাঁর এখনও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।

{ads}

News Breaking News Debchandrima Tollywood Social Media Sky Driving সংবাদ

Last Updated :