অসুস্থ বাংলা সঙ্গীত জগতের অন্যতম বিশিষ্ট সংগীতশিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট, গলায় ব্যথা নিয়ে ভরতি হয়েছেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। সূত্রের খবর রবিবার মধ্যরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি শুরু হয় শিল্পীর। তারপরই তাঁকে নিয়ে আসা হয়। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।
{link}
জানা গিয়েছে, গত চারদিন ধরে গলায় অসহ্য ব্যথা অনুভব করেন কবীর সুমন। এমনকী ঢোকও গিলতে পারছিলেন না শিল্পী। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। তবে করোনার পরীক্ষা করাননি তিনি। পরে রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে দ্রুত ভরতি করা হয় হাসপাতালে। এর পাশাপাশি সূত্রের খবর শরীরে অক্সিজেনের মাত্রাও নেমে গিয়েছিল। চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। করোনা পরীক্ষা করানো হয়েছে ৭৮ বছরের শিল্পীর। তবে রিপোর্ট এখনও আসেনি। রবিবার রাতেই কবীর সুমনের ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এই রিপোর্টের উপর চিকিৎসকরা ভরসা রাখতে পারছেন না। চিকিৎসকদের কথায়, এই রিপোর্ট অনেক সময় ভুল হতে পারে। সোমবার ভোরবেলা শিল্পীর আরটিপিসিআর টেস্টও করা হয়। এখনও পর্যন্ত তাঁর রিপোর্ট চিকিৎসকদের হাতে আসেনি। তবে বুকের এক্সরে-তে ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়েছে। অ্যান্টিবায়োটিক চলছে কবীর সুমনের। আপাতত, শিল্পীর শ্বাসকষ্ট রয়েছে। গলায় ব্যথা থাকায় শক্ত খাবার খেতে পারছেন না তিনি। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা।
{link}
এই গানওয়ালার গানে বর্তমানেও বহু মানুষ মুগ্ধ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তাদের প্রিয় গানওয়ালা এখন তাই চাইছেন বাংলার সঙ্গীতপ্রিয় মানুষেরা। এখনও অনেক গান শোনানো বাকি যে।
{ads}