header banner

Kajol : দক্ষিণেশ্বরে পুজো দিয়ে ছবি প্রচার শুরু কাজলের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ঝটিকা সফরে কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Kali Temple) বলিউড (Bollywood) অভিনেত্রী কাজল (Kajol)। নতুন ছবির শুভ কামনায় পুজো দিলেন ভবতারিণী মায়ের কাছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কাজল অভিনীত নতুন ছবি 'মা'। ছবির প্রচার শুরু আগে তাই মা ভবতারিণীর আশীর্বাদ নিতেই ছুটে আসেন এই বলিউড অভিনেত্রী।

{link}

পিচ রঙের শাড়িতে আদ্যোপান্ত বাঙালি লুকে দক্ষিণেশ্বর মন্দির এ পুজো দিতে দেখা গেল তাকে। বলিউড অভিনেত্রীকে হঠাৎ এভাবে সামনে দেখে মন্দিরে আসা ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় দেহরক্ষীদের। কাজল বলেন, কলকাতায় (Kolkata) আসতে ভালো লাগে। মায়ের (মা কালী) ওপর গভীর বিশ্বাস রয়েছে। মনে হয় যেন বাপের বাড়ি ফিরেছি।

{link}

ছবির প্রোমোশন শুরু করার আগে মায়ের আশীর্বাদ নেওয়ার কথা ভেবেছিলাম। মা আমাকে আশীর্বাদও দিয়েছেন। ছবির প্রসঙ্গে কাজল জানান, ‘মা’ একটি মাইথোলজিক্যাল হরর ছবি, যেখানে তিনি এক অত্যন্ত শক্তিশালী নারীর চরিত্রে অভিনয় করছেন। ছবির চিত্রনাট্য সম্পূর্ণ ভিন্ন ধরনের, যা দর্শকদের মুগ্ধ করে দেবে বলে আশা বলিউড অভিনেত্রী কাজলের।

{ads}

News Breaking News Dakshineswar Kali Temple Kajol Bollywood সংবাদ

Last Updated :