শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) মাঝে মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েন। বুধবার তিনি তৈরী করলেন নতুন বিতর্ক। এবার তাঁর বিরুদ্ধে চিকিৎসক নিগ্রহের মতো গুরুতর অভিযোগ উঠল। কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বুধবার শাশুড়িকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন সস্ত্রীক কাঞ্চন মল্লিক।
{link}
জানা গিয়েছে, শাশুড়ি দ্রুত চিকিৎসা করার দাবি তোলেন তিনি। তাতে চিকিৎসক রাজি না হওয়ায় ভিড় দেখে রীতিমতো খেপে ওঠেন বিধায়ক। অভিযোগ, তারপরই তিনি চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেন। কলার ধরে বদলির হুমকি দেন। এনিয়ে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। গোটা বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্যদপ্তরে। সূত্রের খবর, কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (Calcutta School Of Tropical Medicine) চিকিৎসা করাচ্ছেন উত্তরপাড়ার তৃণমূল কাঞ্চন মল্লিকের শাশুড়ি। বুধবার তাঁকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে যান কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী।
{link}
অভিযোগ, সেখানে গিয়ে বিভাগীয় প্রধান ডাঃ মেহবুবার আলমকে বলেন, তখনিই শাশুড়ির শারীরিক পরীক্ষা করতে। চিকিৎসক সবিনয়ে তাঁকে অপেক্ষা করতে বলেন। জানান, তিনি একজন রোগী দেখছেন, দেখা হয়ে গেলে বিধায়কের শাশুড়িকে দেখে দেবেন। তাঁর এই কথায় কান না দিয়ে বারবার দাবি করেন, তখনই শাশুড়িকে দেখে দিতে। আর তারপর মেজাজ হারিয়ে রীতিমতো চিকিৎসকের উপর চড়াও হন বলে অভিযোগ। চিকিৎসকের কলার ধরে তাঁকে বদলি করে দেওয়ার হুমকি দেন।
{ads}