header banner

Kangana Ranaut : মোদির জন্মদিনে মাণ্ডিতে কঙ্গনার ‘রাজসূয় যজ্ঞ’

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার, ১৭ সেপ্টেম্বর পচাত্তরে পা দিলেন নরেন্দ্র মোদি (Modi)। ফি বছর বিশ্বকর্মা পুজোর দিন ধুমধাম করে দেশের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীর জন্মদিন (Happy Birthday) উদযাপনের আয়োজন করেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। চলতিবারেও তার অন্যথা হয়নি। তবে এদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাণ্ডিতে যে ‘রাজসূয় যজ্ঞে’র আয়োজন করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut), সেটা আপাতত চর্চার শিরোনামে!

{link}

মোদির মঙ্গলকামনায় হোমযজ্ঞ করার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনও করেন সাংসদ অভিনেত্রী। এদিন সকালেই মোদিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কঙ্গনা। আর দুপুর নাগাদ দেখালেন তাঁর সেই মহাআয়োজনের ঝলক। কখনও হিমাচলী পোশাকে সংসদীয় এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে যজ্ঞে আহুতি দিতে দেখা গেল তাঁকে, আবার কখনও বা নিজের রক্তদানের মুহূর্ত তুলে ধরলেন সেই ভিডিওতে।

{link}

কঙ্গনার মন্তব্য, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন উপলক্ষে আজ মাণ্ডিতে বিশেষ হোমযজ্ঞ করলাম। পাশাপাশি স্থানীয় বিজেপি সংগঠনের তরফে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, সেখানে রক্তদান করার সৌভাগ্য হল।

{ads}

 

News Breaking News Modi Kangana Ranaut Birthday Celebration সংবাদ

Last Updated :

Related Article

Latest Article