header banner

Kapoor family : মোদির সঙ্গে সাক্ষাতে কাপুর পরিবার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিনোদন জগতে 'শোম্যান' নামে পরিচিত রাজ কাপুর (Raj Kapoor)। ভারতীয় চলচ্চিত্র জগতে এই কাপুর পরিবারের দান অনুস্বীকার্য। সেই শোম্যানের আগামী ১৪ ডিসেম্বর শততম জন্মবার্ষিকী। তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে, তার পরিবার তার ১০টি আইকনিক চলচ্চিত্র ভারতের ৪০টি শহর এবং ১৩৫টি সিনেমা হলে প্রদর্শিত করতে চলেছে।

{link}

যার মধ্যে রয়েছে PVR-INOX এবং Cinepolis মত উন্নত টেকনলজির সিনেমা হলগুলিও। একটি জমকালো উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে কাপুর পরিবার। দর্শকদের ফের একবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেই স্বর্ণ যুগে। কাপুর পরিবার চান যে সেই শতবার্ষিকী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকুন ভারতের প্রধানমন্ত্রী।কাপুর পরিবার এই জমকালো অনুষ্ঠান উদযাপন করার জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান। এদিন করিনা কাপুর খান, সাইফ আলি খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, নীতু কাপুর এবং করিশ্মা কাপুর কে দেখা যায় কালিনার ব্যক্তিগত বিমানবন্দরে।

{link}

রাজ কাপুরের শততম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা দিল্লি রওনা হন এদিন। এদিন কাপুর পরিবার ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিল। নীতু ও করিশ্মাকে অফ হোয়াইট রঙের আনারকলি সালোয়ারে দেখা যায়। আবার করিনা একটি ফ্লোরাল প্রিন্ট সহ লাল কুর্তা সেটে দেখা যায়। কুর্তা পাজামা এবং জহর কোর্টে বরাবরের মতোই সুদর্শন লাগছিল সইফকে। রণবীর কালো রঙের কোর্ট-সেট পরেছিলেন এবং আলিয়া লাল শাড়ি পরেছিলেন। সব মিলিয়ে আগামী ১৪ তারিখ এক যমজমাট অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছেন ভারতবাসী।

{ads}

News Breaking News Raj Kapoor Bollywood Kapoor family PM Modi সংবাদ

Last Updated :