শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পরিচালক-প্রযোজক করণ জোহরের (Karan Johar) অভিযোগ, তাঁর নাম-ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করে বিভিন্ন অবৈধ সংস্থাগুলি রীতিমতো ব্যবসা ফেঁদে বসেছে। শুধু তাই নয়, কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজিতে বিভিন্ন প্ল্যাটফর্মে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে তাঁর ছবি। সেসব আটকাতেই এবার দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ করণ জোহর।
{link}
উল্লেখ্য, দিন দুয়েক আগে এই একই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র বচ্চন দম্পতি। সংশ্লিষ্ট মামলায় ঐশ্বর্য-অভিষেকের পক্ষেই রায় দিয়েছে উচ্চ আদালত। এবার সেপথেই হাঁটলেন বলিউডের তাবড় পরিচালক-প্রযোজক। বলিউড মাধ্যম সূত্রে খবর, কোনও ওয়েবসাইট কিংবা বিজ্ঞাপনে যেন বিনা অনুমতিতে কেউ তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর যাতে ব্যবহার না করতে পারেন, সেই আর্জি নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন করণ জোহর। বর্তমানে গ্ল্যামার দুনিয়ার তারকাদের ডিপফেক-এর শিকার হওয়া প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে।
{link}
তাঁদের ছবি-ভিডিও, এমনকী কণ্ঠস্বর নিয়ে যত্রতত্র যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি তারকাদের স্বাক্ষরও অবৈধভাবে ব্যবহার করার উদাহরণ রয়েছে। যার জেরে লঙ্ঘিত হয় তাঁদের মৌলিক অধিকারও। ফলে যে কোনও দিন বড়সড় বিপাকে পড়তে পারেন সংশ্লিষ্ট তারকা কিংবা তাঁদের ভাবমূর্তিও নষ্ট হয়। করণও সেই তালিকার ব্যতিক্রম নন। ভবিষ্যতে যাতে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, সেই কারণেই সম্প্রতি আদালতে কাছে আবেদন জানিয়েছেন প্রযোজক-পরিচালক।
{ads}