header banner

Tollywood: খাদান সিনেমাটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  যীশু ও দেব অভিনীত 'খাদান' সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২০ ডিসেম্বর। আর তার আগেই মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গান রাজার রাজা। ব্যাস, মুহূর্তে মানুষের মন কেড়েছে সেই গান। এমন কি সেই গানের ভক্ত হয়ে উঠেছে এক ছোট্ট বাচ্চা। এমন খবর সামনে আসতেই খুশি স্বয়ং দেব। এদিন দেব যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে এক খুদে টিভির সামনে দাঁড়িয়ে নাচ করছে। টিভিতে চলছে দেবের আগামী ছবির গান রাজার রাজা।

{link}

খাদান ছবির সেই সদ্য মুক্তি পাওয়া গান শুনে যে সেই শিশুটি নাচ করছে কেবল সেটাই নয়, সেই গান শুনতে শুনতে সে খাচ্ছে। এই ভিডিয়ো পোস্ট করে দেব জানান তাঁর এক অনুরাগী এই ভিডিয়ো পাঠিয়েছেন। জানিয়েছেন, 'দাদা তোমার রাজার রাজা গানটা আমার ছেলের এত ভালো লেগেছে যে এখন ওই বিটটা না দেখলে দুপুর রাতে কখনই কিছু খায় না। কিছু করে না।' এভাবে যখন তৈরী হয় ভক্তকুল তখন স্বাভাবিক কারণেই উদ্বেলিত হয়ে ওঠেন শিল্পীরা। খাদান ছবির পরিচালক  সুজিত দত্ত। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন দেব। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, প্রমুখ শিল্পীরা।

{link}

রাজার রাজা গানটি লিখেছেন ঋতম সেন। গেয়েছেন অরিজিৎ সিং। তাঁকে সঙ্গ দিয়েছেন খোদ দেব। গানটিতে দেখা যাচ্ছে দেব শিবের মূর্তি টেনে আনছেন। করছেন আরতি। তারপরই ধরা দেন সেই পুরোনো চেনা অবতারে। এখন অপেক্ষা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

{ads}

news breaking new Tollywood superstar Dev political leader TMC Kolkata West Bengal সংবাদ

Last Updated :