শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'খাকি' (Khakee) নিয়ে প্রবল উন্মাদনা তৈরী হয়েছে বাংলা দর্শক মহলে। ইতিমধ্যে টেলার সামনে এসেছে। প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) মনে করেন, তাঁর জীবনে তিনি এমন ছবি করেন নি। মেগা ইভেন্ট। হাইভোল্টেজ তারকা। জমে গেল নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। নেটফ্লিক্স-এর এই শো নিয়ে শুরু থেকেই চর্চা ছিল। কারণ, সিংহভাগ শুটিং হয়েছে মহানগরে।
{link}
‘খাকি’-র প্রথম সিজনের ফোকাস ছিল বিহার, এবার বাংলা। ট্রেলার জানান দিল অ্যাকশন থ্রিলার দর্শক টানবে। নীরজ শো ক্রিয়েটর আর পরিচালনায় দেবাত্ম মণ্ডল ও তুষারকান্তি রায়। বুধবার সন্ধেরাতে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের মতো ভেনু বেছে নেওয়াতেই স্পষ্ট, মুম্বইয়ের মেজাজ মিশে যাবে কলকাতার প্রেক্ষাপটে। নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে সিরিজ হেড তানিয়া বামি, আর পুরো কাস্ট উপস্থিত ছিলেন। রাজকীয় কায়দায় প্রথমে আবির্ভূত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপর একে একে নীরজ পাণ্ডে (Neeraj Pandey), জিৎ (Jeet), শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, পুজা চোপড়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আরজে প্রভীন। এর সঙ্গে প্রসেনজিৎ এবং জিৎ-এর অনুরাগীদের তীব্র উল্লাস মনোযোগ কেড়ে নিতে অত্যন্ত কার্যকরী ছিল।
{link}
শুরুতে নীরজ জানালেন, এ শহরের স্মৃতি বলতে প্রথমেই স্কুল পালানোর কথা মনে হয়। বিহার চ্যাপ্টারের সাফল্যের পর কলকাতা ‘অবভিয়াস’ ছিল। কারণ, প্রাণের শহর। জিৎ বললেন, “লোকজনের যা প্রতিক্রিয়া তাতে ভালো লাগছে। এই সিরিজ যেন আমার পরিচিতি বাড়িয়ে দেয়, আশা করব।’ প্রসেনজিৎ বলে দিলেন, “১৪/১৫ বছর ধরে আলাদা কিছু করার চেষ্টা করছি, ঠিক ভুল জানি না। নীরজ আমাকে ফোন করেছিল। পরে জিতের সঙ্গে ফোনে কথা হয়, ওকে বলেছিলাম, ‘আয় খুকু আয়’-এর পর এমন কিছু করতে চাই যাতে রাতে ঘুম না হয়। সত্যি বলতে এমন চরিত্র আমি গত ৪০ বছরে করিনি। আমার চরিত্রটা আপাতদৃষ্টিতে রাজনীতিকের। বাকিটা সকলে ২০ মার্চ দেখবেন।”
{ads}