header banner

Kinjal Nanda : দ্বিতীয়বার পিতা হলেন কিঞ্জল নন্দ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রধানত অভয়া কাণ্ডের থেকেই খবরের শিরোনামে উঠে আসেন চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda )। মঞ্চ থেকে বড়পর্দা, ওটিটি প্ল্যাটফর্মে কিঞ্জল বেশ জনপ্রিয় মুখ। ‘হীরালাল’ ছবিতে নিজের অভিনয় দক্ষতার সঙ্গে পরিচয় করানোর পর ‘বিনয় বাদল দীনেশ’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এ কাজ করেছেন। আগামিতে ‘দেবী চৌধুরানী’ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যাবে কিঞ্জলকে।

{link}

২০২৪ সালের আগস্ট মাসে আরজিকর আন্দোলনের আবহে একাধিকবার চর্চার শিরোনামে বিরাজ করেছেন কিঞ্জন নন্দ। তিলোত্তমার হয়ে বিচার চাইতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজপথ দখল করে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন অভিনেতা। কিঞ্জলের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব বেশি আলোচনা হয় নি। কিন্তু অভয়া কাণ্ডের পরে তাও সামনে চলে আসে।

{link}

চব্বিশ সালের এপ্রিল মাসে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন কিঞ্জল নন্দ। বছর ঘুরতে না ঘুরতেই ফের অভিনেতার সংসার আলো করে এল নতুন সদস্য। লক্ষ্মীবারেই অভিনেতার পরিবারে লক্ষ্মীর আগমন ঘটল। বৃহস্পতিবার পেশায় চিকিৎসক তথা অভিনেতা সোশাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন। কিঞ্জল তাঁর পোস্টে লিখেছেন, ‘দ্বিতীয় সন্তান এসেছে। ব্রহ্মাণ্ডকে অশেষ ধন্যবাদ। পাশাপাশি আমার পরিবার ও স্ত্রীকেও ধন্যবাদ। তোমাকে ভীষণ ভালোবাসি নম্রতা।’

{ads}

 

News Breaking News Kinjal Nanda সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article