header banner

নভেম্বরে কাট, চলচ্চিত্র উৎসব

article banner

লাইট, ক্যামেরা, অ্যাকশন, রোল এই শব্দগুলি জড়িয়ে রয়েছে সিনেমার  তৈরীর সঙ্গে। চলচ্চিত্র প্রেমী মানুষ অপেক্ষা করে থাকে চলচ্চিত্র উৎসবের জন্যে। নভেম্বরে কাট হল কলকাতা ফিল্ম উৎসবেরে। পিছিয়ে গেল জানুয়ারিতে। পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পিছিনে দেওয়া হল এবারের কে আই এফ এফ। 


প্রতিবছর নভেম্বর মাসেই অনুষ্ঠিত হয়ে থাকে কলকাতা ফিল্ম ফেস্টিভাল। কিন্তু এবারের করোনার আবহে ম্লান হয়ে গেছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজাও। সেই দিকেই নজর রেখে কে আই এফ এফ এর ক্ষেত্রেও যে এমনটাই হবে তার অনুমান আগে থেকেই করা হয়েছিল। সেই মতই নভেম্বর থেকে পিছিয়ে ২০২১ সালের ৮ই জানুয়ারি থেকে শুরু হবে ২৬তম কলকাতা চলচ্চিত্র উৎসব। ১৫ই জানুয়ারি পর্যন্ত চলবে সিনেমা প্রেমীদের এই প্রিয় ফেস্টিভাল। {ads}
 

Kolkata International Film Festival West-Bengal

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article