শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : তিনি অভিনেত্রী, পরিচালক৷ বাংলার মেয়ে ৷ অত্যন্ত ট্যালেন্টেড ৷ মা স্বনামধন্য অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন (Aparna Sen) ৷ কথা হচ্ছে কঙ্কনা সেন শর্মার (Konkona Sen Sharma) বিষয় ৷ তিনি এখন নতুন সম্পর্ক জড়িয়েছে ৷ ডিভোর্সের প্রায় ৫ বছর পর এখন তাঁর নতুন বয়ফ্রেন্ডের কথা সামনে এল ৷
{link}
সকলের সামনে তাঁকে জড়িয়ে ধরল কঙ্কনা ৷ ২০১০ সালে রণবীর শোরে সঙ্গে বিয়ে করেন কঙ্কনা ৷ একেবারে চুপিসারে হয় তাঁদের বিয়ে ৷ বিয়ের ৬ মাসের মধ্যেই ছেলে হারুণের জন্ম দেন কঙ্কনা ৷ মা হচ্ছেন জেনেই বিয়েটা করেন ৷ কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে শুরু হয় অশান্তি ৷ ২০১৫-এ বিচ্ছেদের কথা জানিয়ে দেন এই দম্পতি ৷
{link}
এবং ২০২০-এ ডিভোর্স হয় কঙ্কনা ও রণবীরের ৷ এবার কঙ্কনার জীবনে নতুন প্রেম ৷ একটি সিনেমাতে দু’জনের দেখা হয় ৷ ডলি কিট্টি অউর ও চমকাতে সিতারেতে দু’জনের বেশ ঘনিষ্ট দৃশ্যও ছিল ৷ কঙ্কনা ও অমল পরাসর (Amol Parashar) ৷ এরপর থেকে তাঁদের অফ স্ক্রিন সম্পর্ক গড়তে শুরু করেছে বলে খবর ৷
{ads}