header banner

Mahakumbh 2025 : ভিডিও কলের মাধ্যমে কুম্ভস্নান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একেই বলে ধর্মের নামে পাগলামো। অনেকে আবার ধর্মের উন্মাদনা বলছেন। স্বামী দূরে আছেন। কুম্ভতে (Mahakumbh 2025) আসতে পারেন নি, তবে স্ত্রী এসেছেন। এবারের মহাকুম্ভে রেকর্ড সংখ্যায় ডুব দিয়েছেন মানুষ। তবে স্নান করতে এসে এক গৃহবধূ যা কাণ্ড ঘটালেন তা দেখে অবাক সকলে। স্বামী রয়েছেন দূরে। সঙ্গমে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলছেন তিনি। নিজে তো ডুব দেবেনই। কিন্তু স্বামী? তার কী হবে?  

{link}

স্বামীকে পূর্ণ্যলাভ করাতে ফোনটিকেই জলে ডুবিয়ে দিলেন মহিলা। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। আর তা দেখে বিস্মিত সকলে। এমন মানুষও আছে পৃথিবীতে। সত্যি অবাক কান্ড! মহাকুম্ভে অনেকেই আসছেন পরিবার-সহ। অনেকে আবার একা। কাছের মানুষ বাড়ি থেকে দূরে থাকায় অনেকে তাঁদের ছবি প্রিন্ট করিয়ে তা জলে ডুবিয়ে নিচ্ছেন।

{link}

অনেকে আবার তাঁর প্রিয়জনের নাম জপ করে ডুব লাগাচ্ছেন। তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মহাকুম্ভে এসে স্বামীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলছেন। কথা বলতে বলতে মোবাইল ফোনটি জলে ডুবিয়ে দেন তিনি। আশা স্বামীর পূর্ণ্যস্নান হয়ে গেল। তাতে তিনিও পাপ মুক্ত হবেন।

{ads}

News Breaking News Mahakumbh 2025 Video Call সংবাদ

Last Updated :