header banner

Travel and Tourism: কলকাতার খুব কাছে দুর্দান্ত গন্তব্য হাড়োয়ার কুটলি সমোজপুর! একদিনের ছুটিতে ঘুরে আসুন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আপনি যদি কর্মব্যস্ত জীবনের মাঝে একটু বিশ্রাম চান, তাহলে অবশ্যই আপনার গন্তব্য হতে পারে হাড়োয়ার কুটলি সমোজপুর। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কুটলি সমোজপুর এলাকা এমনই এক মনোমুগ্ধকর গন্তব্য। সবুজ গাছপালায় ঘেরা প্রশস্ত রাস্তা, দূরে পাখির ডাক আর হালকা বাতাসের ছোঁয়া— একেবারে অন্যরকম অনুভূতি এনে দেয়। এখানে পৌঁছালে শহরের কোলাহল মিলিয়ে যায়, বদলে যায় সময়ের গতি, আর মনে জেগে ওঠে প্রশান্তির ঢেউ। প্রকৃতির পাশাপাশি এখানকার জীবিকারও একটি বিশেষ দিক আছে— মাছ চাষ। চারপাশে চোখ মেললেই দেখা মেলে বিশাল ভেড়ি বা জলাশয়ের, যেখানে নানা জাতের মাছ চাষ হয়। জলাশয়ের ওপরে ভেসে বেড়ায় সাদা বক, শালিক, চিল— যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক চিরন্তন সহাবস্থান। এই নীরব কিন্তু প্রাণবন্ত পরিবেশে কয়েক ঘণ্টা কাটালে মন ভরে যায় শান্তিতে।

{link}

  এই এলাকার অন্যতম আকর্ষণ হলো কুলটি লগ গেটের বাগজোলা খাল। খালের জলের ধারে দাঁড়িয়ে দেখা যায় গ্রামের সহজ-সরল জীবনযাত্রা। সকালে সূর্যের আলো যখন জলে পড়ে ঝিকমিক করে, কিংবা বিকেলের নরম আলোয় যখন বাতাসে মিশে যায় প্রকৃতির গন্ধ— তখন মনে হয় সময় যেন থমকে গেছে। বন্ধুবান্ধব, পরিবার বা প্রিয়জনকে নিয়ে যারা একদিনের ছোট্ট বেড়াতে যেতে চান, তাঁদের জন্য কুটলি সমোজপুর হতে পারে আদর্শ জায়গা। এখানে নেই ভিড়, নেই কৃত্রিমতা— আছে শুধু প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া। নদীর ধারে বসে গল্প করা, ছবি তোলা বা নিঃশব্দে প্রকৃতিকে অনুভব করা— প্রতিটি মুহূর্তেই মেলে নতুন করে বেঁচে ওঠার আনন্দ।

{ads}

Travel News Tourism News Bengali News Tourist Desination Near Kolkata Kutoli Samojpur হাড়োয়া ভ্রমণ

Last Updated :

Related Article

Latest Article