header banner

Tramila Bhattacharya : লাড্ডু-মোদকে সাজল ত্রমিলার পুজো

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গনেশ চতুর্থীর (Ganesh Chaturthi) দিন বিনোদন জগতের মানুষেরা নিজেদের মতো ব্যস্ত ছিলেন। কেউ গিয়েছিলেন বন্ধুর বাড়ির পুজোতে আবার কেউ ব্যস্ত ছিলেন পাড়ার পুজোতে। কিন্তু অভিনেত্রী ত্রমিলা (Tramila Bhattacharya) ব্যাস্ত ছিলেন নিজের বাড়ির পুজো নিয়ে। গণেশ পুজো মানে শুধুই মুম্বই নয়, এখন দেশের বিভিন্ন প্রান্ত ধুমধাম করে পালন করা হয় গণেশ বন্দনা ৷

{link}

প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেন অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য৷ বহু বছর ধরে তাঁর বাড়িতে গণেশ পুজো হচ্ছে ৷ নিজে হাতেই পুজোর সব দায়িত্ব পালন করেন অভিনেত্রী৷ গণেশ পুজোর প্রধান প্রসাদ হল লাড্ডু ও মোদক ৷ ত্রমিলাও তাঁর বাড়ির পুজোয়ে নিয়ম মেনে বিরাট সাইজের লাড্ডু ও মোদক প্রসাদ সাজিয়ে দিয়েছেন গণপতি বাপ্পার সামনে৷ স্বামী চাকরি করেন জাহাজে৷ পেশায় শিপ ক্যাপ্টেন ৷

{link}

ফলে অনেকটা সময় তিনি বিদেশে থাকেন৷ তাই সংসারের বেশি দায়িত্ব পালন করতে হয় অভিনেত্রীকে৷ তিনি নিজেও ব্যস্ত, তার মধ্যেও সব কাজ নিঁখুত ভাবে সামলান ত্রমিলা ৷ 
বুধবার সকাল ১১-র মধ্যে ত্রমিলা ভট্টাচার্যের বাড়ি পুজো শুরু হয় গিয়েছিল ৷ তখন ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলেন এবং দেখিয়ে দেন বাড়ির গণেশ পুজোর আয়োজন ৷

{ads}

 

News Breaking News Ganesh Chaturthi Tramila Bhattacharya সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article