শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এটা ঠিক মশা (Mosquitoes) মারতে কামনা ডাগা নয়, একেবারে মিশাইল ডাগা বলা যায়। মশার উপদ্রবের জেরে নানা রোগ ছড়িয়ে পড়ে মানবদেহে। এমনকী এর জেরে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যদিও মশা তাড়ানোর জন্য বিভিন্ন স্প্রে, কয়েল এবং ইলেকট্রনিক ডিভাইসের উপর নির্ভর করে মানুষ। তবে সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে কার্যকারিতা হারিয়ে ফেলে।
{link}
একটি ভাইরাল ভিডিও-য় ঘরে তৈরি ডিভাইসটি দেখা গিয়েছে। যা শূন্যে ওড়ার সময়েই মশাদের নিশানা করে নিধন করতে সক্ষম। এবার মশা নিধনের জন্য একটি অনন্য ডিভাইস তৈরি করেছেন এক ভারতীয়। আর ইতিমধ্যেই সেই যন্ত্রটি সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হয়ে গিয়েছে। সূত্রের খবর, এই ডিভাইসটি একটি লেজারের মতো রশ্মি ব্যবহার করে শূন্যে উড়ে থাকাকালীনই মশাদের নিশানা করে নিধন করে দিতে সক্ষম।
{link}
ঠিক যেভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেয়। ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ডিভাইসটি থেকে একটি স্বল্পস্থায়ী নীল রঙের লেজারের মতো রশ্মি নির্গত হচ্ছে। সঙ্গে সঙ্গে যা মশাদের নিধন করে দিচ্ছে। মুহূর্তের মধ্যে রশ্মিটি বেরোয়। নিজের লক্ষ্যবস্তুকে আটক করে ফেলে এবং মশাটির নিধন হলেই তা নিভে যাবে। ভিডিও-র ক্যাপশনে মজা করে দাবি করা হয়েছে যে, উনি নিজের বাড়িতেই একটি S-400 স্টাইল অ্যান্টি মসক্যুইটো সিস্টেম তৈরি করে ফেলেছেন। সেই সঙ্গে এ-ও জানানো হয়েছে যে, সঙ্গে সঙ্গে ইসরো তাঁকে চাকরির অফার দিয়েছে।
{ads}