header banner

Salman Khan : সলমন-সঙ্গীতা বিয়েতে শেষ মুহূর্তে পরিবর্তন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সলমন (Salman Khan) বিয়ে না করে দিব্যি রাজা হয়ে আছেন বলিউড (Bollywood) জগতে। তার বিয়ে নিয়ে গল্পের শেষ নেই। কিন্তু অল্প বয়সেই তো তার বিয়ে নিয়ে রটে ছিল অনেক গুঞ্জন। তিন খানের মধ্যে দুই খানের ভাগ্যে বিয়ে থাকলেও ভাইজানের কবে বাজবে বিয়ের সানাই?

{link}

অনেকেই হয়তো জানেন না, যে সলমন খানেক বিয়ের সানাই ইতিমধ্যেই বেজে গিয়েছে। ভেনু থেকে মেনু সব ঠিক। পাত্রীর শপিং শুরু। সলমন খানের বাড়িতে কার্ড পৌঁছে গিয়েছে বাড়িতে বাড়িতে। কি ভাবছেন, সত্যি নয়? না, এটাই সত্যি, সব ঠিক থাকলে সলমন খান এতদিনে বিয়েই পিঁড়িতে বসে যেতেন। সাল ১৯৯৯। পাত্রীর নাম সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani)। সাজিদ নাদিওয়ালা, সলমন খানের ভীষণ কাছের বন্ধু। তিনিই জানিয়েছিলেন, সলমন তাঁকে নাকি বলেছিলেন, “আমি আমার জীবন সঙ্গী পেয়ে গিয়েছি, ১৮ নভেম্বর বাবার জন্মদিনে বসছি বিয়ের পিঁড়িতে”। সলমন খানের কথায় সকলে ভীষণ খুশি হয়েছিলেন। সকলেই দ্রুত ব্যবস্থা করতে থাকে। আয়োজনে যাতে কোনও ফাঁক না থাকে। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হল না। কারণ ভাগ্যের লিখন ছিল অন্য কিছু।

{link}

তবে খুব বেশি দিন তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। বিয়ের ঠিক ৫ দিন আগে সলমন খান জানিয়ে দিয়েছিলেন তিনি বিয়ে করছেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন, তাঁর নাকি ‘মুড’ নেই, অর্থাৎ ইচ্ছে নেই। সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না। সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন। যদিও একশ্রেণির মত, সলমনের জীবনে তখন ঐশ্বর্য রাই বচ্চনের প্রেম প্রভাব বিস্তার করেছে। তাই রাতারাতি বিয়ে বাতিল করেছিলেন নায়ক। আসল ঘটনা আর কোনোদিন প্রকাশ্যে আসবে কিনা, তা অবশ্য কেউ জানে না।

{ads}

 

News Breaking News Salman Khan Bollywood Sangeeta Bijlani সংবাদ

Last Updated :