শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ঠিক নায়ক বা নায়িকা নয়। কিছু ছোট চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছেন এমন একজন মানুষ আশিস ওয়ারং (Ashish Warang)। বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে বিরাট শোকের ছায়া৷ প্রয়াত হলেন বলিউড, মারাঠি এবং দক্ষিণ ভারতীয় সিনেমায় প্রভাবশালী পার্শ্ব চরিত্রের জন্য জনপ্রিয় অভিনেতা আশিস ওয়ারং৷ মাত্র ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
{link}
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অরিন পল (Arin Paul), যিনি এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তায় শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লেখেন- ‘অভিনেতা আশিস ওয়ারাং-এর মৃত্যুর খবর শুনে আমি হতবাক । তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। তার আত্মা শান্তি কামনা করি এবং তার কাজ তার তৈরি করা স্মৃতিতে বেঁচে থাকুক। তোমাকে মিস করব আশীষ জি ৷’তার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। বহুমুখী প্রতিভার মৃত্যুতে ভক্ত এবং সহকর্মীরা শোকাহত।
{link}
আশিস ওয়ারাং দুই দশকেরও বেশি সময় ধরে একটি অসাধারণ কেরিয়ার গড়ে তুলেছিলেন, হিন্দি এবং আঞ্চলিক উভয় সিনেমাতেই তাঁর বহুমুখী প্রতিভা প্রমাণ করেছিলেন। পুলিশ অফিসারদের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন, বিশেষ করে সূর্যবংশী, মারদানি, সিম্বা, এক ভিলেন রিটার্নস এবং সার্কাসের মতো বড় বাজেটের বলিউড বিনোদনমূলক ছবিতে যেখানে তিনি তাঁর চিত্তাকর্ষক অভিনয়ের মাধ্যমে তিনি ছাপ রেখে গেছেন।
{ads}