header banner

Ecology: বাস্তুশাস্ত্র ঠিক করতে আয়নার সঠিক ব্যবহার ক্রুন

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :   ভারতের 'বাস্তুশাস্ত্র' ও চিনের 'ফেনসুই' শুধু প্রাচীন নয়, এটা পরীক্ষিত যে 'বাস্তুরক্ষা' ও 'বাস্তুদোষ' দূর করার জন্য এদের পরামর্শ মানুষের ভাগ্য বদলে দেয়। ভারতীয় বাস্তুশাস্ত্র ঘরে আয়নার ব্যবহার নিয়ে কিছু পরামর্শ দিয়েছে, যা মেনে চললে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটতে পারে। আয়না যদি সঠিক জায়গায় না থাকে তাহলে আপনার অর্থহানি হতে পারে। যদি আপনি আর্থিক দিয়ে উন্নতি করতে চান এবং পরিবারে সুখ বজায় রাখতে চান তাহলে আয়না সংক্রান্ত এই টিপসগুলি অবশ্যই মানুন।

{link}

 বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, শোওয়ার ঘর ও রান্না ঘরে কখনোই আয়না রাখবেন না। এতে বিবাহিত জীবনের উপর অশুভ প্রভাব পড়ে। আয়না রাখার সঠিক দিক হল উত্তর দিক। আয়না এমন ভাবে রাখুন যাতে আপনার মুখটি উত্তর বা পূর্ব দিকে থাকে। তবে চাইলে আপনি দক্ষিণ-পশ্চিম দিকেও রাখতে পারেন। যদি আপনি বাথরুমে আয়না লাগাতে চান, তাহলে অবশ্যই পূর্ব বা উত্তর দিকে লাগাবেন আর বাথরুমে আয়না লাগালে গোল বা বৃত্তাকার আয়না লাগান। এটি খুব শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা আয়না কখনোই ঘরে রাখবেন না। এতে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে। এতে আপনার বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হবে।

{link}

যদি আপনার বাড়িতে ভাঙা আয়না থাকে, তাহলে তা আজই বাড়ি থেকে সরিয়ে দিন। আয়নার ওপর রাতে একটা কাপড় ঢাকা দিন। সকাল বেলা ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখবেন না। মুখ ধুয়ে স্নান করে তারপরেই নিজের মুখ দেখবেন। তাহলে আপনার সারাদিন ভালো যাবে।এখন প্রশ্ন হলো, এই পরামর্শ মেনে চললে কি সত্যি মানুষের জীবনে সুখ, শান্তি আসে। বাস্তুশাস্ত্রের বক্তব্য অবশ্যই আসবে, যদি আপনি এই পরামর্শকে বিশ্বাস করেন।

{ads}

news breaking news Ecology India ritual সংবাদ

Last Updated :