header banner

Lingtam : পাহাড় ও ফুল দিয়ে সজ্জিত লিংথাম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাহাড় চিরকাল ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। আর সেই জায়গা যদি হয় কোনো অফবিট পাহাড়ি গ্রাম তাহলে তো কথাই নেই। আজ আপনাদের তেমনি এক অফবিট পাহাড়ি গ্রামে নিয়ে যাবো। পাহাড়-নদী-ঝরনা। তিন মিলে ছিমছাম ছোট্ট পাহাড়ি গ্রাম লিংথাম (Lingtam)। সিল্ক রুট থেকেই পড়ে এই গ্রামটি। কাঞ্চনজঙ্ঘাকে (Kangchenjunga) একেবারে নতুন রূপে দেখা যায় এখানে। উত্তরবঙ্গই সিকিমের (Sikkim) গেটওয়ে। এনজেপি থেকে লিংথামের দূরত্ব ১১৭ কিলোমিটার এবং গাড়িতে যেতে সময় লাগে তিন থেকে চার ঘণ্টা।

{link}

একেবারে খুব দূরেও নয়। সিল্ক রুট মানেই সুন্দর সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে সিকিমে এই পারমিটের প্রয়োজন হয়। হোটেল থেকেই সেই সব পারমিট করিয়ে দেওয়া হয়। হোটেলে রেস্ট নিয়ে বেড়িয়ে পড়ুন গ্রামের পথে। হাঁটতে হাঁটতে মিলবে ছোট ছোট ঝরনা। পাহাড়ি ফুলের সমাহার। কাছেই দেখতে পাবেন লিংথেমের সবচেয়ে সুন্দর জায়গা হ্যাঙ্গিং ব্রিজ (Hanging Bridge)।

{link}

 

এই হ্যাঙ্গিং ব্রিজদেখতেই পর্যটকরা এখানে ভিড় করেন। মোটা মোটা চারটি কেবল দিয়ে পিলারের সঙ্গে আটকে দেওয়া হয়েছে ব্রিজটি। একটি ঝোরার উপরে তৈরি হয়েছে ঝুলন্ত ব্রিজটি। সিকিমে কিন্তু নয় নয় করে ছোটখাট অনেক ঝুলন্ত ব্রিজ দেখা যায়। লিংথামের ঝুলন্ত ব্রিজ তার মধ্যে একটি। সাত সকালে উঠে পড়ে আবার বেড়িয়ে পড়ুন গ্রামের পথে। অসাধারণ সুন্দর সেই গ্রামে ঘোরার অভিজ্ঞতা। ঝিমঝাম এঁকটা জায়গা। মনেস্ট্রিতে থেকে কখনও কোখনও আবার কোনও কোনও বাড়ির উঠোন দিয়ে চলে গিয়েছে রাস্তা। নিশ্চুপ নির্জন জায়গা এটি। অসাধারণ দেখতে। এমনিতেই সিকিম অসাধারণ একটা রাজ্য। বাঙালিদের প্রিয় ডেস্টিনেশন বললে ভুল হবে না। অসাধারণ সেখানকার প্রাকতিক সৌন্দর্য। যেখানেই যান না কেন সিকিম মোহময়ী। তাই এবার আপনার ডেস্টিনেশন হোক লিংথাম।

{ads}

News Travelling Lingtam Kangchenjunga Sikkim Hanging Bridge সংবাদ

Last Updated :