header banner

Kanchan Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীর ঠোঁটে ঠোঁট দিয়ে চুমুর ছবি ভাইরাল! সমালোচনায় মুখর নাগরিক মহল

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শনিবার, সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন কাঞ্চন-শ্রীময়ী। সেখানে দেখা যায় বিছানায় সাদা রোব পরে পাশাপাশি শুয়ে আছেন তাঁরা। হাসিমুখে, একে ওপরের দিকে তাকিয়ে আছেন তাঁরা। আর যে ছবি নিয়ে সবথেকে বেশি চর্চা তা হল কাচের জানলার ওপারে স্কাইলাইনে ফুটে ওঠা তাঁদের প্রতিবিম্ব। যেখানে দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভাঙতে ব্যস্ত তাঁরা। ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা কোনও গণ্ডি মানে না’। ছবিগুলিও তার ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে কোনও এক পাঁচতারা হোটেলেই দম্পতির একান্তে কাটানো মুহূর্তই ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়।

{link}

আর তা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। সেখানে চোখ রাখলেই দেখা যাচ্ছে নানা মুনির নানা মত। কেউ লিখেছেন, ‘এটা কি দ্বিতীয় হানিমুন?’, কেউ আবার লিখেছেন, ‘কেন সোশাল মিডিয়াতে এই ছবি পোস্ট করেছেন?’, কারও আবার মত, ‘ভালো আছেন সেটা বোঝানোর চেষ্টা করছেন এভাবে? এগুলো না করলেও চলে।’ উল্লেখ্য, ২০২৪ সালের ৬ মার্চ শ্রীময়ীর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন। বয়সের বিস্তর ফারাক তাঁদের। বিয়ের সময় কাঞ্চন ৫৩ বছর বয়সী, অন্যদিকে শ্রীময়ী ছিলেন ২৭ বছরের। বয়সের এই ফারাক নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

{ads}

Kanchan Mallick Sreemoyee Chattaraj Kissing Scene Kissing Viral Video Kissing Image Bollywood Bengali News সংবাদ কাঞ্চন শ্রীময়ী

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article