শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এখন বাজারে চুল পরিচর্যার যে সমস্ত তেল পাওয়া যায়,তার বেশিরভাগ জবাফুল বেসড। কিন্তু সেই তেলে এমন কিছু কেমিক্যাল থাকে যা চুলে দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো। তাই 'জবা-তেল' ঘরে বানিয়ে ব্যবহার করুন। ফল পাবেন হাতেনাতে।
উপকরণ - ১০ টা জবাফুল (Hibiscus), ১০ টা জবাফুল গাছের পাতা, ১০০/১৫০ গ্রাম নারকেল তেল।
{link}
প্রণালী - প্রথমে জবাফুল ও পাতা ভালোকরে ধুয়ে গ্রাইন্ডারে পেষ্ট করে নিন। এবার ওই নারকেল তেল পাত্রে নিয়ে আগুনে বসান। তেল ফুটলে জবার পেষ্ট দিয়ে আগুন কমিয়ে ঢেকে দিন। ৬/৭ মিনিট ফোটার পরে আগুন বন্ধ করে ঘন্টা দুই ওভাবেই রেখে দিন। তারপর ওই তেল ন্যাকড়া দিয়ে ছেকে শিশিতে ভরে রাখুন।
{link}
ব্যবহার - প্রতিদিন স্নান করার অন্তত ৩০ মিনিট আগে মাথায় তেল দিয়ে তালুতে ভালো করে ম্যাসাজ করুন। ৩০/৩৫ মিনিট পরে স্নান করে নিন। ১ মাস ব্যবহার করলে নিজেই এই তেলের উপকারিকতা বুঝতে পারবেন।
{ads}