header banner

Adityapur : এই পুজোয় গন্তব্য হোক শান্ত আদিবাসী গ্রাম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শান্তিনিকেতন (Santiniketan) ও ধারেকাছে বহু জায়গায় আমরা হয়তো বার বার গেছি। কিন্তু এবার পুজোতে একটা নতুন জায়গায় চলুন। শান্তিনিকেতন গেলেই ছুটে যান কোপাইয়ের তীরে। আবার একদিন হাতে বেশি সময় থাকলে পুজো দিতে যান কঙ্কালীতলায় (Kankalitala)। তবে এ বার আর শান্তিনিকেতন নয়। বরং কোপাইয়ের তীরে থাকা এক আদিবাসী গ্রামে সপ্তাহান্ত কাটান।

{link}

কঙ্কালীতলা যাওয়ার এক কিলোমিটার আগে বাঁ দিকের রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখা মিলবে কোপাইয়ের। সেতু পেরিয়ে কিছুটা গেলেই ঢুকে পড়বেন আদিবাসী গ্রাম আদিত্যপুরে (Adityapur)। দু’দিনের ছুটি কাটাতে ঘুরে চলে আসুন বীরভূমের এই অজানা গ্রামে। চমৎকার কাটবে উইকএন্ড। দু’ধারে বিস্তীর্ণ ধানজমি। আর দূরে বয়ে চলেছে কোপাই। বর্ষার সময় নদীতে জল থাকায়, এই আদিত্যপুর বেড়াতে আরও ভালো লাগবে।

{link}

আবার শীতে এলেও মন্দ লাগবে না। শান্ত ও গ্রামীণ পরিবেশে দু’দিন কাটালেই মন ভালো হয়ে যাবে। এখান থেকে কঙ্কালীতলা খুব বেশি দূরে নয়। তাই সকালবেলা স্নান-খাওয়া সেরে বেরিয়ে পড়তে পারেন কঙ্কালীতলার উদ্দেশ্যে। কোপাইয়ের পাড়ে শ্মশানের ধারে বীরভূমের পাঁচ সতীপীঠের মধ্যে অন্যতম হলো এই কঙ্কালীতলা।

{ads}

 

News Breaking News Santiniketan Kankalitala Adityapur সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article