header banner

Ecology : অক্ষয় তৃতীয়ার দিন করুন লক্ষ্মীলাভ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  এবছর অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) পড়েছে ৩০ এপ্রিল। এই দিনটি হিন্দু ধর্মে ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ধুমধাম করে, নিয়ম মেনে এই দিনটি অনেকে পালন করেন। এ দিন ঘরে ঘরে লক্ষ্মী-নারায়ণের পুজো করা হয়। এ ছাড়া এই দিনে পালিত হয় পরশুরাম জয়ন্তীও।

{link}

অক্ষয় তৃতীয়ার দিন কমবেশি কোনা ও রুপোর গয়না বা জিনিস কেনার চল রয়েছে। বহু পুরনো এই প্রথা। এই মূল্যবৃদ্ধির সময় সকলের পক্ষে সোনা, রুপো কেনা সহজ নয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস রয়েছে, যা কিনলে লক্ষ্মীলাভ হয়। তাই বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী আপনি সোনা বা রুপোর বিকল্প কিছু কিনতে পারেন। অনেকের বিশ্বাস অক্ষয় তৃতীয়ার দিন লবণ কেনা ভালো। এই দিন নুন কিনলে এবং দান করলে জীবনের সকল কষ্ট দূর হয়। যে ব্যক্তি এ কাজ করেন, তিনি সকল সমস্যা থেকে মুক্তি পান।

{link}

এও বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ায় লবণ দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিন সমুদ্র লবণ বা রক সল্ট বা সন্দন লবণ কেনা শুভ বলা হয়। এই দিনে লবণ কেনা হলে সুখ, শান্তি ও সম্পদ লাভের পথ খোলে। সন্দক লবণের দাম বেশি নয়। ফলে অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো যারা কিনতে পারেন না, তারা অনেক সময় সন্দক লবণ কেনেন।

{ads}

 

News Breaking news Akshaya Tritiya 2025 Ecology সংবাদ

Last Updated :