শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আবার বড়ো পর্দায় কাঁপাতে আসছেন মিঠুন-দেবশ্রী (Mithun-Debashree)। এবার পুজোর বক্স অফিসে (box office) তোলপাড় করতে আসছেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে ১৬ বছর পর জুটি বেঁধে ফিরছেন দেবশ্রী রায়ও। ছবির নাম শাস্ত্রী। সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার, যদিও হাজির ছিলেন না মহাগুরু। ট্রেলার একেবারে চেনা ছন্দে ফিরছেন মিঠুন চক্রবর্তী। সোমবারর ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক পথিকৃৎ বসু জানান, অভিনেতা কেবল পর্দায় নয়, ক্যামেরার পিছনেও সবটা সামাল দিয়েছেন সমানতালে।
{link}
দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। আগাগোড়াই জ্যোতিষে (astrology) বিশ্বাসী মিঠুন অর্থাৎ শাস্ত্রী। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দেবশ্রী রায়কে। সকলের বিশ্বাস এবার নতুন করে এই রসায়ন মানুষকে মুগ্ধ করবে। একটা জমজমাট পারিবারিক গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমা। ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোাপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র এবং সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তবে সোহম কেবল এই ছবির একটি গুরুত্বপূর্ণ মুখ নন, তিনি এই ছবির প্রযোজক (producer)ও বটে।
{link}
সুরিন্দর ফিল্মসের সঙ্গে এই ছবি যৌথভাবে প্রযোজনা করেছেন তৃণমূল বিধায়ক। দেবশ্রী রায় বলেন, 'আমি এই ছবিটার আগে যে কটা ছবির জন্য প্রস্তাব পেয়েছি সব কটা না করে দিয়েছি। ভেবেছিলাম এই ছবিটাও আমি না করে দেব। কিন্তু সোহম আসার জন্য অনুরোধ করল। আমি এসে গল্পটা যখন শুনলাম আমার বেশ ভালো লাগলো। আমার মনে হয়েছে যে আগে আমরা যেরকম কাজ করতাম এই কাজে সেই ফ্লেভারটা রয়েছে। আমার মনে হল যে চরিত্রটা হয়তো কয়েকটা জায়গা আরেকটু অন্যরকম করলে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
{ads}