শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বলিউডের (Bollywood) পরে এবার দক্ষিণে (south) মোদীর বায়োপিক (Biopic) তৈরীর খবর প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে মালয়লম অভিনেতা উন্নি মুকুন্দনকে (Unni Mukundan) দেখা যাবে মোদির ভূমিকায়। ভারতের অন্যতম প্রধান ভাষাগুলিতে মুক্তি পাবে এই বায়োপিক। এই ছবির নাম হতে চলেছে ‘মা বন্দে’। ছবির পরিচালনা করবেন পরিচালক ক্রান্তি কুমার চন্দ্র ((Kranti Kumar Chandra))।
{link}
মোদির ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনিএই ছবি নিয়ে বলেন, “আহমেদাবাদে আমার বেড়ে ওঠা। প্রথমে তাঁকে চিনতাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। পরে ২০২৩ সালে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। আমি তাঁর বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই আনন্দিত।"
{link}
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর বায়োপিক নির্মাণ হয়েছে বলিউডে। উমঙ্গ কুমার পরিচালিত ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ২৪ মে। প্রথমে ছবিটি তৈরি করার কথা ছিল পরেশ রাওয়ালের (Paresh Rawal)। তারই প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল। পরে বিবেক ওবেরয় (Vivek Oberoi) নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেন।
{ads}