header banner

Modi : মোদির মুখে অনন্ত আম্বানির প্রশংসা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আম্বানি (Mukesh Ambani) পরিবারের সঙ্গে সুসম্পর্ক হওয়ার দরুণ অনন্তকে শৈশব থেকেই চেনেন শাহরুখ (Shah Rukh Khan)। বয়সের বিস্তর ফারাক হলেও আম্বানিপুত্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিং খানের। গতবছর জামনগরে অনন্তের বিয়ের অনুষ্ঠানও মাতিয়ে দিয়েছিলেন তিনি।

{link}

এবার মোদির মুখে অনন্তের প্রশংসা শুনে গর্বিত বলিউড বাদশা (SRK)। ঘটনা হলো -আম্বানিদের ভান্তারায় গিয়ে মুগ্ধ নরেন্দ্র মোদি (MODI)। জামনগরের (Jamnagar) ভান্তারায় এই সেবাকেন্দ্র হয়ে উঠেছে উদ্ধার হওয়া প্রায় দেড় লক্ষ চারপেয়ে প্রাণীর ঘর। সেখান থেকে ঘুরে এসেই নেপথ্যের কারিগর অনন্ত আম্বানির ভূয়সী প্রশংসা করে মোদি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। যে পোস্ট শেয়ার করে এবারহ আম্বানিপুত্রর পিঠ চাপড়ে দিলেন শাহরুখ খান।প্রধানমন্ত্রীর পোস্ট শেয়ার করে তিনিও আম্বানিদের ছোট ছেলেকে প্রশংসার ভরিয়ে দিতে ভুললেন না।

{link}

শাহরুখের মন্তব্য, “চারপেয়েরাও ভালোবাসার পাত্র। ওদেরও যত্ন, সুরক্ষার প্রয়োজন হয়। শুধু ওদের স্বাস্থ্যের জন্যই নয়, বরং আমাদের এই বাস্তুতন্ত্র রক্ষার জন্যেও ওদের সুস্থ থাকা প্রয়োজন। এবার ভান্তারায় (Vantara) নরেন্দ্র মোদির উপস্থিতি সেই সেবাকেন্দ্রের গুরুত্ব আরও বাড়িয়ে দিল। কারও মন কতটা পবিত্র, সেটা বোঝা যায় পশুদের প্রতি ওই ব্যক্তির প্রেম দেখে। এই অসহায় বণ্যপ্রাণীদের জন্য অনন্তের তৈরি এই অভয়ারণ্য ভান্তারা, সত্যিই দারুণ উদ্যোগ। আরও ভালো কাজ করো বাবু।”

{ads}

News Breaking News Mukesh Ambani Shah Rukh Khan Vantara Modi PM সংবাদ

Last Updated :