শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : হঠাৎ নৈহাটিতে (Naihati) বসে গেলো চাঁদের হাট। বিনোদন জগতের বহু কলা-কুশলী পৌঁছে গেলেন নৈহাটিতে। হঠাৎই নৈহাটিতে হাজির টলিউড (Tollywood) অভিনেতা প্রসেনজিৎ- শ্রাবন্তীরা! দেখতে ভিড় অনুরাগীদের। জানা যায়, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chatterjee) ১৮৭-তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন নৈহাটির কাঁঠালপাড়ায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান।
{link}
বিশেষ এই দিনে সাহিত্য সম্রাটের লেখা বিখ্যাত উপন্যাস 'দেবী চৌধুরানী' (Devi Chaudhurani) অবলম্বনে তৈরি নতুন সিনেমার জন্য প্রচারেই হাজির হন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ ছবির কলাকুশলীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) জানান, ২০২৫ সালের পুজোতেই মুক্তি পাবে শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) পরিচালিত দেবী 'চৌধুরানী' চলচ্চিত্রটি। ছবিতে ‘ভবানী পাঠক’-এর চরিত্রে অভিনয় করছেন তিনি নিজে, আর দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) ৷
{link}
এর মধ্যে দিয়েই সর্বভারতীয় দর্শকদের কাছে পৌঁছবে বঙ্কিমচন্দ্রের সাহিত্যচেতনা ৷ এদিন সাহিত্যসম্রাটের পৈত্রিক ভিটে ও স্মৃতিবিজড়িত ঘর ঘুরে দেখেন তারা৷ টলিউড অভিনেতাকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে হাতছাড়া করেননি অনুগামীরা। মুহূর্তেই ভিড় জমে যায় গোটা এলাকায় ৷
{ads}