header banner

প্রকৃতিপ্রেমী? তবে এই অরন্যে না গেলে খুব মিস করবেন

article banner

“মোহময় অরন্য মাঝে/ঐরাবতের পদধ্বনি বাজে”, ভাবুন তো ঘুরতে গিয়ে সাতসকালে ঘন সবুজ পাতায় মোড়া অরন্যে যদি হঠাৎ করে হাতির দর্শন করেন। যে দিব্যি গাছের পাতার আড়াল থেকে একবার দেখে টুকি করে দিয়েই আবার ফের লুকিয়ে পড়ে গাছের আড়ালে! হ্যাঁ এখানে এহেন ঘটনারই সম্মুখীন হয়েছেন কয়েকজন পর্যটক। সাত সকালে কার সাফারিতে বেড়াতে এসে ঐরাবতের দর্শন পেলেন পর্যটকরা। জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতায় জঙ্গল সাফারিতে বেড়িয়ে হাতির দর্শন মেলায় বেজায় খুশি পর্যটকরা। বন্য জন্তুর হামেশাই দেখা মেলায় ক্রমশ জনপ্রীয় হচ্ছে এই চিলাপাতা বনাঞ্চল।


চারপাশে ঘন সবুজে মোড়া বন, মাঝখান দিয়ে চলে গেছে সরু রাস্তা। কান পাতলেই শোনা যাচ্ছে নাম না জানা বিভিন্ন পাখির কুহুতান। যে কোন প্রকৃতিপ্রেমী মানুষকে এই বনাঞ্চল আকর্ষন করতে বাধ্য। যদি প্রকৃতি ভালোবেসে থাকেন এবং প্রকৃতির আসল রূপের মাঝে নিজের মনের মানুষের সাথে সময় কাটাতে চান তবে কিন্তু এই চিলাপাতা বনাঞ্চলকে আপনার পরবর্তি ডেস্টিনেশনের লিস্টে যোগ করে নিন। 

{ads}
 

NEWS Feature Travel Travelling Forest Wildlife Animals Elephant Nature West Bengal News India

Last Updated :